সম্প্রতি বিয়ে করে আলোচনায় উঠে আসেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘টোয়াইলাইট’খ্যাত এই তারকা তার দীর্ঘ দিনের প্রেমিকা ও চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। সমকামী এ জুটির বিয়ে বেশ আলোড়ন তোলে বিনোদন দুনিয়ায়। আর এবার নতুন করে আলোচনায় এলেন ক্রিস্টেন, তবে এবার ভিন্ন পরিচয়ে।
নতুন জীবনের পাশাপাশি তিনি ক্যারিয়ারেও শুরু করলেন নতুন অধ্যায়। চলমান কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন নির্মাতা হিসেবে।
এ বছর কান উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি, তবে অভিনেত্রী নয়, বরং পরিচালকের আসনে বসেই। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ প্রদর্শিত হয়েছে এই মর্যাদাপূর্ণ উৎসবে।
লিডিয়া ইউকনাভিচ-এর আত্মজীবনীমূলক উপন্যাস ‘লা মেকানিক দেস ফ্লুইদেস’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় এক তরুণ সাঁতারুর জীবনের গল্প বলা হয়েছে। সহিংসতা ও মদ্যপানে বিপর্যস্ত এক পরিবারের বেড়ে ওঠা, সেখান থেকে সাহিত্যের আশ্রয়ে মুক্তির খোঁজ, বিশ্ববিদ্যালয় জীবনে নিজের নতুন পরিচয় খুঁজে পাওয়ার মতো জটিল আবেগ ও সংগ্রামের গল্প তুলে ধরেছেন ক্রিস্টেন।
এই সিনেমা শুধু একজন নারীর জীবনগাথা নয়, বরং সংগ্রাম, আত্ম-অন্বেষণ এবং শিল্পের মধ্য দিয়ে আত্মমুক্তির এক মানবিক অনুবাদ।
কানের ফটোকল ইভেন্টে ক্রিস্টেন স্টুয়ার্টের উপস্থিতিও ছিল নজরকাড়া। সাহসী নির্মাণভঙ্গি ও বিষয় নির্বাচনে তিনি কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসা। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সৃজনশীলতার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি।
চলতি বছর ২০ এপ্রিল বিয়ে করেন ক্রিস্টেন ও ডিলান। ২০১৯ সালের অক্টোবরে তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। এরপর ২০২১ সালে বাগদান সারেন তারা, আর ২০২৫ সালে এসে পরিণতি পায় সেই প্রেম।
এসএস/এসএন