রণবীর-যশদের সঙ্গে রামায়ণে এন্ট্রি নিলেন কাজল

সালমান খানের ‘সিকান্দার’ দিয়ে বড় পর্দায় আবারও বলিউডে ফিরেছেন কাজল আগারওয়াল। যদিও সিনেমাটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।তবে এবার ভারতীয় সিনেমার মেগাপ্রজেক্টে নাম লেখালেন অভিনেত্রী। নিতেশ তিওয়ারির আসন্ন রামায়ণে দেখা মিলবে কাজলের।‘রামায়ণ’ চলচ্চিত্রে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন কাজল। এতে রাবণের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা যশ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে প্রথমে মন্দোদরীর ভূমিকায় অভিনেত্রী সাক্ষী তানওয়ারের নাম শোনা গেলেও এখন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে কাজল আগারওয়ালই এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তিনি ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন।
 
রামায়ণে মন্দোদরীর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন একজন নামি ও পরিণত অভিনেত্রী দরকার ছিল, যিনি এই চরিত্রের গভীরতা ও দৃঢ়তা ফুটিয়ে তুলতে পারবেন। কাজলের উপস্থিতি একেবারে নিখুঁত পছন্দ, এমনটাই জানিয়েছেন প্রডাকশন টিমের একজন সদস্য।

আরো জানা গেছে, দক্ষিণ এবং উত্তর— দুই ইন্ডাস্ট্রিতেই কাজলের জনপ্রিয়তা তাকে এই চরিত্রে এগিয়ে রেখেছে অন্যান্য তারকার চেয়ে।রামায়ণের এই নারী চরিত্রটি বিশেষভাবে সম্মানের। মায়াসুর ও অপ্সরা হেমার কন্যা মন্দোদরী ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও ন্যায়প্রবণ এক রানি, যিনি রাবণকে বারবার সতর্ক করে দিয়েছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে ধর্মের পথ বেছে নিতে। এই চরিত্রটি ফুটিয়ে তুলবেন কাজল।
 
ভারতীয় সিনেমার সবচেয়ে বড় মেগাপ্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে রামায়ণকে। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর।রাবণ হচ্ছেন যশ। সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে, কৌশল্যার ভূমিকায় লারা দত্ত এবং হনুমান হচ্ছেন সানি দেওল। অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি-এর টেকনিক্যাল চমক থাকছে এতে। তাই সিনেমাটি ঘিরে আগ্রহ এখন তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত দুই কিস্তির ‘রামায়ণ’ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলি উৎসবে। এর দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে ২০২৭ সালে।

এমআর/টিএ




Share this news on:

সর্বশেষ

img
গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে প্রাণ গেল ১ জনের May 18, 2025
img
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের May 18, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার May 18, 2025
img
হজযাত্রীদের সুরক্ষায় সৌদির নতুন উদ্যোগ May 18, 2025
img
তামিমের ৯ বছর পর টি-টোয়েন্টিতে ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি May 18, 2025
img
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে May 18, 2025
img
এফএ কাপে ম্যানসিটিকে চমক দেখিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস May 18, 2025
অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো আমদানি করত May 18, 2025
৫ আগস্টের পর আবারও আমরা সাংস্কৃতিক যুদ্ধে জড়িয়ে গেছি: হাসনাত আবদুল্লাহ May 18, 2025
img
হাসিনা ঝাড়ে কারে কারে? প্রশ্ন পিনাকী ভট্টাচার্যের May 18, 2025