জনগণের ক্ষোভ বিস্ফোরণের আগেই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার (১৭ মে) সকালে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, “দেশের মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচন। ৯ মাস কেটে গেলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখনো সময় আছে—জনগণের রোষের আগেই একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এমন একটি নির্বাচন হোক, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে।”
ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফারুক বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ভারত ক্ষুব্ধ, অথচ বাংলাদেশের মানুষের প্রাণহানির ঘটনা কিংবা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হওয়া অন্যায় নিয়ে তারা কোনো প্রতিবাদ করেনি।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি সহনশীল রাজনৈতিক দল। বহু নির্যাতনের শিকার হলেও আমরা কখনোই পাল্টা সহিংসতা করিনি। আওয়ামী লীগের কাউকে হামলার শিকার করিনি। এই ধৈর্যই আমাদের শক্তি।”
টিকে/এসএন