ভারতকে সমর্থন করেও নেটিজেনদের কটাক্ষে অনিল কাপুর

পহেলগামকাণ্ডের ১৫ দিনের মাথায় পাকিস্তানে আক্রমণ চালিয়েছিল ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে সেই অভিযানের জয়জয়কার হয় দেশের সর্বত্র। সেই ঘটনার এক সপ্তাহ পর মুখ খুলে কটাক্ষের শিকার হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।

অপারেশন সিঁদুরের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অনিল কাপুর লিখলেন, ‘যেটা করার দরকার ছিল, সেটা করা হয়েছে। কোনো পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি হয় না! কিন্তু এটা দেশের বিষয়। তাই আমরা সবাই একসঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

অপারেশন সিঁদুরের পর উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সীমান্ত। এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনিল কাপুর। এ অভিনেতা লিখেছেন, ‘সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ। ভারতীয় সেনার জয় হোক।’

অনিল কাপুরের এমন মন্তব্যে ফুঁসে ওঠেন একশ্রেণির নেটিজেন। সেই নিন্দুকদের মতে, হঠাৎ এতদিন পর ভারতীয় সেনার কথা মনে পড়েছে বলি তারকার। আরেক নেটিজেন লিখেছেন—এক সপ্তাহ পর বলিউডের তারকারা জেগে উঠেছেন। নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য এখন মুখ খুলছেন।

আরেক নেটিজেন লিখেছেন, আপনাকে অভিনন্দন। আপনি জেগেছেন। এতদিন পর আপনারা মন্তব্য করছেন। ব্যঙ্গ করে একজন লিখেছেন, ‘আরে আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন।’ এই একই কটাক্ষের শিকার হয়েছেন কুণাল খেমুও। তিনিও ‘অপারেশন সিঁদুর’-এর এক সপ্তাহ পর মুখ খোলায় সমালোচিত হয়েছিলেন।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধর May 18, 2025
img
লামায় মাটি খুঁড়ে উদ্ধার ‘লুট হওয়া’ ১৮ লাখ টাকা, গ্রেফতার ৫ May 18, 2025
img
যেখানে মাহুতদের নিয়ে গড়ে উঠেছে আলাদা একটি গ্রাম! May 18, 2025
বিসিবিতে আবারও দুদকের অভি'যান, খতিয়ে দেখবে আর্থিক অনিয়ম May 18, 2025
বাংলাদেশ বাদ! যে পথে ভারতে যুক্ত হবে সেভেন সিস্টার্স May 18, 2025
img
গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে প্রাণ গেল ১ জনের May 18, 2025
img
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের May 18, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার May 18, 2025
img
হজযাত্রীদের সুরক্ষায় সৌদির নতুন উদ্যোগ May 18, 2025
img
তামিমের ৯ বছর পর টি-টোয়েন্টিতে ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি May 18, 2025