নারীদের জীবনযাপনের যে কোনো সিদ্ধান্ত নিয়ে সমাজের অনধিকার চর্চার শেষ নেই। কোন বয়সে একজন নারী বিয়ে করবেন কিংবা মা হবেন, তা যেন সবই সমাজ স্থির করে দেবে। চেনা ছকের বাইরে গেলেই কটাক্ষ ও ব্যঙ্গ ধেয়ে আসে নারীর দিকে। বলিউড অভিনেত্রী নিমরত কৌরকেও এমন নানা তির্যক মন্তব্য শুনতে হয়।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৩ চলছে। একাকী থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু বয়স ২০ পেরোনোর পর থেকেই বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়েছে তাকে। যদিও জীবনের একটা অধ্যায়ে পৌঁছানোর পর তাকে বিয়ে নিয়ে খোঁচা দেওয়া বন্ধ করে দেন চারপাশের লোকজন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন নিমরত কৌর।
অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনেছি। এ ধরনের মন্তব্যের শিকার সব মেয়েকেই হতে হয়। কিন্তু ‘লাঞ্চবক্স’ সিনেমায় অভিনয় করার পর থেকে আর এ ধরনের মন্তব্য শুনতে হয়নি তাকে।
অভিনেতা ইরফানের খানের সঙ্গে নিমরতের এ সিনেমা বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছিল। সিনেমার সাফল্যই চারপাশের মানুষের অবাঞ্ছিত মন্তব্য বন্ধ করেছিল বলে জানান নিমরত কৌর।
তিনি বলেন, আমার সিনেমা ‘লাঞ্চবক্স’ সফল হওয়ার পর আর সে কথা শুনতে হয়নি। কারণ এ সিনেমার পরেই আমি স্বীকৃতি পাই আমার তথাকথিত ‘শুভাকাঙ্ক্ষী’দের কাছে। তবে কাউকে দোষারোপ করতে চান না নিমরত।
অভিনেত্রী বলেন, এ সিনেমায় ইরফান ছিলেন বলেই আমাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তার আগে এরা বলত, বিয়ের বয়স হয়ে গেছে। ‘লাঞ্চবক্স’-এর পর বিয়ে সম্পর্কিত সব প্রশ্ন বন্ধ হয়ে যায়। লোকজনের মুখ বন্ধ করার জন্য একটি সিনেমাই যথেষ্ট! তবে আমি বুঝি, ওরা নিজেরাও এ ধরনের মন্তব্য শুনেছে বলে জানান অভিনেত্রী।
একমাত্র বিয়েই কি জীবনে স্থিরতা আনতে পারে?—এমন প্রশ্ন তুলেছেন নিমরত কৌর। কিছু দিন আগে অভিষেক বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছিল তার। সে জন্য নাকি বচ্চন পরিবারে দূরত্বও তৈরি হয়েছিল। তাই কটাক্ষের শিকার হতে হয়েছিল নিমরতকে।
পরে অবশ্য স্পষ্ট হয়, অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক ঠিকই আছে। অভিনেত্রী বিয়ে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অর্থ উপার্জন হচ্ছে না। এ ধরনের পরিস্থিতি তৈরি হলেই বলা হয়— ‘বিয়ে করে নাও’। যেন বিয়ে না করা পর্যন্ত আমার জীবনে কোনো স্থিরতা নেই বলে জানান নিমরত কৌর।
টিকে/এসএন