শুরু হচ্ছে অভিযান; মোদির নতুন নিয়মে ভারত ছাড়তে হবে পলাতক আ. লীগ নেতাদের !

ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। কারণ, ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইতোমধ্যে বহু বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। যদিও সরাসরি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়নি, তবে আগামী আগস্ট থেকে কঠোর অভিযান শুরু হবে বলে জানা গেছে।
 
ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্রয় নেওয়া নেতাদের অন্য কোনো দেশে চলে যেতে বলেছে। এ অবস্থায় প্রায় দেড় লাখ আওয়ামী লীগ নেতা, কর্মী ও তাদের পরিবার ভারতে চরম দুর্দশার মুখোমুখি হতে চলেছে বলে জানা গেছে। নেতারা বলছেন, দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ নেই, ফলে তারা চরম দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন।
 
আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশে ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, ভারতের অনুপ্রবেশবিরোধী নতুন আইনে কোনো বিদেশি নাগরিককে দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হবে না। এই আইন এবং অবস্থান এখন ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট তৈরি করেছে।

ভারতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা আগস্ট মাস থেকে ব্যাপক ধরপাকড় শুরু করবে। এর আগেই আওয়ামী লীগ নেতাদের ভারত ছাড়ার জন্য সময় দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় ৫০ জন শীর্ষ নেতা ভারত থেকে আমেরিকা ও ইউরোপে চলে গেছেন। বাকিরাও পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে দেশে ফিরতে সাহস পাচ্ছেন না কেউই।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠনের নেতা এবং জেলা-উপজেলা পর্যায়ের প্রায় ১ লাখ ৪৩ হাজার নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যেও রয়েছেন অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এই অবস্থায় ভারত ছাড়ার চাপ তাদের মাঝে আরও অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে।
 
শেখ হাসিনাকে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ভারতে নিরাপদে নেই এবং চরম চাপে রয়েছেন। শেখ হাসিনাও তাদের দেশ ছেড়ে ফিরে যেতে বলেছেন বলে জানা গেছে। কিন্তু দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ না থাকায় নেতারা উৎকণ্ঠায় রয়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, দেশে ফিরলে তাদের জীবন হুমকির মুখে পড়বে।

বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় দলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে আরও মামলা ও ধরপাকড় বাড়তে পারে। এতে দলটির নেতাকর্মীরা গোপনে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন।

তবে অনেক বিশ্লেষকের মতে, এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে আওয়ামী লীগ। তারা নিজেদের ‘নিষিদ্ধ রাজনৈতিক দল’ হিসেবে তুলে ধরে দেশে ও বিদেশে সহানুভূতি অর্জনের চেষ্টা করতে পারে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সিরিজের মাঝেই শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ Jul 04, 2025
img
স্থগিত হওয়ার পথে বাংলাদেশ-ভারত সিরিজ, বড় লোকসানের শঙ্কায় বিসিবি Jul 04, 2025
img
কাজল-টুইঙ্কেলের হাত ধরে আসছে নতুন ধারার টক-শো Jul 04, 2025
img
হিমাচলে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যা-ভূমিধস, প্রাণ গেল অন্তত ৬৩ জনের Jul 04, 2025
img
১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, আসছে ‘হেয়ওয়ান’ Jul 04, 2025
img
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা, এখনও হয়নি মামলা Jul 04, 2025
img
কিশোরদের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার Jul 04, 2025
img
রজনীকান্তের ছবিতে রাফ অ্যান্ড টাফ আমির, ফার্স্ট লুকেই মুগ্ধ নেটদুনিয়া Jul 04, 2025
img
কোরিয়ান নাটক ও সিরিজপ্রেমীদের জন্য সুখবর Jul 04, 2025
img
করোনায় প্রাণ গেল যুক্তরাজ্যের জনপ্রিয় অভিনেতার Jul 04, 2025
img
ফের একই বিতর্কের জন্ম দিলেন জাদেজা, ক্ষুব্ধ স্টোকসরা Jul 04, 2025
img
আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ Jul 04, 2025
img
‘গানে গানে’ দেব-শুভশ্রীর রোম্যান্স! ‘ধূমকেতু’র প্রথম গানের টিজারেই ধামাকা Jul 04, 2025
img
‘আমার পরী, তোমায় ভুলতে পারব না’, শেফালির উদ্দেশে আবেগঘন পোস্ট স্বামী পরাগের Jul 04, 2025
img
২৭০ কোটি টাকা আত্মসাৎ, ৩ মামলায় অভিযুক্ত এস আলম, পিকে হালদারসহ ১৫ Jul 04, 2025
img
সন্তানের হাতে হাত রেখে যখন মা নেমে আসেন রাজপথে, তখন পরাজয় পিছু হটে! Jul 04, 2025
img
২০০ কোটির প্রতারণা মামলায় জ্যাকলিনের আবেদন খারিজ Jul 04, 2025
img
নিউ ইয়র্কে রূপকথার প্রস্তাব, বাগদান সারলেন অর্জুন কাপুরের বোন আনশুলা Jul 04, 2025
img
ক্যাবরেরার পদত্যাগ চাওয়ায় বাফুফের পদ হারালেন শাহীন Jul 04, 2025
img
আমরা মবের ঘোর বিরোধী: জামায়াত আমির Jul 04, 2025