সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে সূচনা করল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৭ মে) সিরিজের প্রথম ম্যাচে ১৯১ রানের বড় পুঁজি গড়ে লিটন দাসের দল জয় পেয়েছে ২৭ রানে। অধিনায়ক হিসেবে এটি লিটনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং প্রথম জয়ও।
এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি দলকে বড় সংগ্রহ এনে দেন। তার ১০০ রানের ইনিংসের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে সফরকারী বাংলাদেশ তোলে ১৯১ রান।
জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাত থেমে যায় ১৬৪ রানে। যদিও দলকে টানতে চেষ্টা করেছিলেন স্বাগতিকদের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি করেন ৩৯ বলে ৫৪ রান। তার পাশাপাশি আসিফ খান ও রাহুল চোপড়াও কিছুটা লড়াই করেন, তবে মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমিরাত।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পারভেজ হোসেন ইমন। নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি সম্পর্কে তিনি বলেন, “এটা আমার জন্য খুবই বিশেষ কিছু। আমি শুধু উইকেট বুঝে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলেছি।”
অন্যদিকে হারের পর আমিরাত অধিনায়ক ওয়াসিম বলেন, “আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে বেশি উইকেট হারিয়ে ফেলি। ১৫০-১৬০ রানে বাংলাদেশকে আটকে রাখতে চেয়েছিলাম, কিন্তু ২০-২৫ রান বেশি দিয়ে ফেলেছি। শারজাহর কন্ডিশন আমরা জানি, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।”
আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সেখানে জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ, আর সমতা ফেরাতে মরিয়া স্বাগতিক আমিরাত।
এসএস/এসএন