আদালত থেকে রহস্যজনকভাবে উধাও আসামি

যশোর জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের হেফাজত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। আজ রবিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে জুয়েল খান নামে ওই আসামি পালিয়ে যান।

জুয়েলকে ধরতে যশোর শহরের প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জুয়েল খান (২৬) মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে। তিনি যশোরের বাঘারপাড়া থানার একটি হত্যা মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলার আসামি জুয়েল ও হারুনুর রশিদকে আজ জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচতলার হাজতখানায় আনার সময় হ্যান্ডকাপ ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যান জুয়েল।

ওই দুই আসামিকে হাজতখানায় আনছিলেন পুলিশ কনস্টেবল সোনালি আক্তার। তিনি পলায়নপর জুয়েলকে আটকাতে পারেননি। পরে তিনি অন্য আসামি হারুনুর রশিদকে হাজতখানায় রেখে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, পলাতক আসামি জুয়েলকে ধরতে যশোর শহরে ঢোকা ও বের হওয়ার সমস্ত রাস্তায় বিশেষ পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। পার্শ্ববর্তী জেলাসমূহের পুলিশকেও ঘটনাটি জানিয়ে সতর্ক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বাধীন এই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিশেষ কাজে আমি ঢাকার পথে রওনা হয়েছি।
তদন্ত কমিটির বিষয়ে এখনও কিছু জানি না।’আসামি পলায়নের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, জুয়েল ২০২১ সালের ৯ ডিসেম্বর আল আমিন নামে এক চালকের ইজিবাইক ভাড়া করে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে এবং ইজিবাইক নিয়ে পালিয়ে যান জুয়েল ও তার সহযোগীরা।

মামলার তদন্তে র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ দল জুয়েলসহ চারজনকে ওই বছরের ১৫ ডিসেম্বর গ্রেপ্তার করে। তারা হত্যার ঘটনা স্বীকার করেন এবং তাদের কাছ থেকে আল-আমিনের ইজিবাইকের ব্যাটারি, চাকা ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এরপর থেকে জুয়েল যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

আদালত সূত্র জানায়, রবিবার ছিল মামলার ধার্য তারিখ। সকাল সাড়ে ১০টার দিকে জুয়েল ও আসামি হারুন অর রশিদকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে ফেরত পাঠানোর আদেশ দেন। নারী পুলিশ কনস্টেবল সোনালি তাদের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় জুয়েল হাতকড়া ভেঙে পালিয়ে যান। কনস্টেবলের চিৎকার শুনে সেখানে থাকা লোকজন ধাওয়া করলেও জুয়েলকে ধরা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল আদালতের মূল ফটক দিয়ে বের হয়ে পাশের মসজিদের কাছ দিয়ে দৌড়ে খড়কি এলাকার দিকে পালিয়ে যান।উল্লেখ্য, আল-আমিন হত্যা মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ডিসেম্বর জুয়েল খান ও হারুন অর রশিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এ বিচারাধীন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শাহজাহান চৌধুরীর কথাগুলো ঔদ্ধত্য, অজ্ঞতা, না কি মূর্খতা- প্রশ্ন মাসুদ কামালের Nov 28, 2025
img
টাঙ্গাইল-৮ আসনে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ Nov 28, 2025
img
জামায়াতের প্রার্থীর প্রচারণায় বিএনপি সমর্থকদের হামলার নিন্দা-প্রতিবাদ Nov 28, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ নিয়ে আইনজীবী পান্নার মন্তব্য Nov 28, 2025
img
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ Nov 28, 2025
img
তৃতীয় মেয়াদে ডা. শফিকুর রহমান, দায়িত্ব পালনের নতুন শপথ আজ Nov 28, 2025
img
প্রচারের ভিড়ে নিজস্ব বিশ্বাসে কোয়েল মল্লিক Nov 28, 2025
img
যত ইচ্ছে সমালোচনা করতে বললেন তাওহীদ হৃদয় Nov 28, 2025
img
রাজশাহীতে ৬০টি হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ Nov 28, 2025
img
আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই Nov 28, 2025
img
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ Nov 28, 2025
img
রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর লিটন দাসের মন্তব্য Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ Nov 27, 2025
img
মেন্টরের জন্য দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় নোয়াখালী Nov 27, 2025
img
ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা কম ঝুঁকিপূর্ণ Nov 27, 2025
img
মুক্তি পেয়েছে 'স্ট্রে/ঞ্জা/র থিংস ৫, ক্র্যাশ করল নেটফ্লিক্স Nov 27, 2025
img
নারী উদ্যোক্তা তনির মানহানির মামলায় গ্রেপ্তার আকাশ নিবির কারাগারে Nov 27, 2025
img
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের সাজা Nov 27, 2025
img
কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী Nov 27, 2025