বাংলাদেশের সিদ্ধান্তের জবাবে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত

সম্প্রতি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও অন্যান্য ভোগ্যপণ্যে রপ্তানিতে ভারত যে স্থগিতাদেশ দিয়েছে, তা দ্বিপাক্ষিক বাণিজ্যে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে, এমনটা বলছে দিল্লির একাধিক সূত্র।

রোববার (১৮ মে) ভারতীয় সরকারি সূত্র বলছে, নয়াদিল্লির নেওয়া সিদ্ধান্তটি ভারতের সুতা ও চালের ওপর ঢাকার অনুরূপ বাণিজ্য বাধা বা নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।

গত শনিবার ভারত কেবল কলকাতা ও নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলের স্থল ট্রানজিট পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

দেশটির সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, তৈরি পোশাক (আরএমজি), প্লাস্টিক, কাঠের আসবাব, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, ফলের স্বাদযুক্ত পানীয়, তুলা ও সুতার বর্জ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংড়াবান্ধার স্থল শুল্ক স্টেশন এবং চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে দেওয়া হবে না।

ভারতীয় বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের জন্য প্রায় পাঁচ বছর ধরে চলা চুক্তি বাতিল করার পাঁচ সপ্তাহ পর বাংলাদেশি ভোগ্যপণ্যের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হলো।

সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব অঞ্চলে নির্বাচিত কিছু রপ্তানি পণ্যের ওপর ভারত কর্তৃক আরোপিত স্থলবন্দর নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের সমতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ভারত এত দিন বাংলাদেশ থেকে সব রপ্তানি নিষেধাজ্ঞা ছাড়াই অনুমোদন দিলেও, উত্তর-পূর্বাঞ্চলে ট্রানজিট ও বাজার প্রবেশাধিকার বাংলাদেশ দ্বারা সীমিত ছিল। ভারতের এই পদক্ষেপ উভয় দেশের জন্য সমান বাজারে প্রবেশাধিকার পুনরুদ্ধার করবে বলেও জানায় সূত্র।

সম্প্রতি ভারতের দেওয়া এই বিধিনিষেধের ক্ষেত্রে দেশটি চাইছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থে। এ ছাড়া নয়াদিল্লি বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলকে তার বন্দি বাজার হিসেবে বিবেচনা করারও বিরোধিতা করে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশকে বুঝতে হবে যে কেবল এক পক্ষের সুবিধার জন্য দ্বিপাক্ষিক বাণিজ্যের শর্তাবলি বেছে নেওয়া উচিত নয়।

অন্য একটি সূত্র জানিয়েছে, মাত্র দুটি সমুদ্রবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি সীমিত করা ভারতের সুতা ও চালের ওপর একই রকম বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাংলাদেশে রপ্তানি করা সব ভারতীয় পণ্যের ওপর নির্বাচনীভাবে পরিদর্শন বৃদ্ধির প্রতিকূল পদক্ষেপ।

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের জন্য উত্তর-পূর্বে ১১টি স্থল ট্রানজিট পয়েন্ট রয়েছে। এর মধ্যে তিনটি আসামে, দুটি মেঘালয়ে এবং ছয়টি ত্রিপুরায়। ভারত আগে সব স্থলবাণিজ্য পয়েন্ট এবং সমুদ্রবন্দর দিয়ে এত দিন বিধিনিষেধ ছাড়াই বাংলাদেশি পণ্য রপ্তানির অনুমতি ছিল।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
বেনফিকার জার্সিতে শেষ ম্যাচ খেললেন ডি মারিয়া May 19, 2025
img
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি এক যুবক May 19, 2025
img
ইতালিয়ান ওপেন জয় স্প্যানিশ তারকা আলকারাজের May 19, 2025
img
ট্রাম্পের সফরে বদলে গেল মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র May 19, 2025
img
আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের May 19, 2025
img
আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করল ভারত May 19, 2025
img
নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন May 19, 2025
img
আশুলিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন May 19, 2025
img
রিশাদের অভিযোগ উড়িয়ে দিয়ে টম কারেন বললেন, ‘আমি কান্না করিনি’ May 19, 2025
img
আদালতে নেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে May 19, 2025
img
১০ সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি May 19, 2025
img
আজ রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান পঞ্চম May 19, 2025
img
ক্লাস পরীক্ষায় ফিরলেন জবি শিক্ষার্থীরা, প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন May 19, 2025
img
সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের May 19, 2025
img
একটা নোংরা ব্যবসা ছিল, আমি আর এর মধ্যে নেই: অনু আগরওয়াল May 19, 2025
img
বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে: তারেক রহমান May 19, 2025
img
বীরগ‌ঞ্জে ট্রাক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে প্রাণ গেল ৩ ‌জনের May 19, 2025
img
আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ May 19, 2025
img
জমিদার ঘরের সন্তান হয়েও ধনেপাতা বিক্রি করতেন নওয়াজউদ্দিন May 19, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 19, 2025