বান্দরবানের লামায় মাটি খুঁড়ে ৫১ লাখ টাকা উদ্ধার

বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো অফিস থেকে লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা, শনিবার (১৭ মে) করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা ও রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি করে আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ। এ নিয়ে ঘটনায় মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মে লামা উপজেলার, লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকোর অফিসে হামলা চালায় সংঘবদ্ধ দুষ্কৃতকারী ডাকাত দল। এ সময় তারা অফিস কর্মীদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন ১০ মে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে লামা থানায় মামলা করা হয়।

মামলার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার। পরে জেলা পুলিশের সফল অভিযানে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে শনাক্ত করে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হলেন— চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার মো. সুজন (২৫) এবং সাবেক বিলছড়ি সিলেটিপাড়ার আনোয়ারা বেগম (৪৫), শাকিলা জান্নাত (২৫), স্বামী করিম এবং মো. করিমের পিতা ওয়াসির আলী। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এদিকে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মো. এনামুল হক জানান, চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য মো. করিম ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদের আটক ও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এসএম 

Share this news on:

সর্বশেষ

img
আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করল ভারত May 19, 2025
img
নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন May 19, 2025
img
আশুলিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন May 19, 2025
img
রিশাদের অভিযোগ উড়িয়ে দিয়ে টম কারেন বললেন, ‘আমি কান্না করিনি’ May 19, 2025
img
আদালতে নেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে May 19, 2025
img
১০ সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি May 19, 2025
img
আজ রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান পঞ্চম May 19, 2025
img
ক্লাস পরীক্ষায় ফিরলেন জবি শিক্ষার্থীরা, প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন May 19, 2025
img
সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের May 19, 2025
img
একটা নোংরা ব্যবসা ছিল, আমি আর এর মধ্যে নেই: অনু আগরওয়াল May 19, 2025
img
বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে: তারেক রহমান May 19, 2025
img
বীরগ‌ঞ্জে ট্রাক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে প্রাণ গেল ৩ ‌জনের May 19, 2025
img
আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ May 19, 2025
img
জমিদার ঘরের সন্তান হয়েও ধনেপাতা বিক্রি করতেন নওয়াজউদ্দিন May 19, 2025
আব্দুল্লাহ কে জ-ই করার কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 19, 2025
img
আগস্ট-অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে : আমীর খসরু May 19, 2025
img
ডিজিটাল চালান বাধ্যতামূলক ২৭ ধরনের ব্যবসায় May 19, 2025
img
টিউবওয়েল চাপতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শ্রমিকের May 19, 2025
img
‘হেরা ফেরি থ্রি’ ছাড়ার কারণ জানালেন পরেশ রাওয়াল May 19, 2025
img
কিয়েভে একসঙ্গে ২৭৩ ড্রোনের হামলা May 19, 2025