বাংলাদেশের সিদ্ধান্তের জবাবে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত

সম্প্রতি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও অন্যান্য ভোগ্যপণ্যে রপ্তানিতে ভারত যে স্থগিতাদেশ দিয়েছে, তা দ্বিপাক্ষিক বাণিজ্যে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে, এমনটা বলছে দিল্লির একাধিক সূত্র।

রোববার (১৮ মে) ভারতীয় সরকারি সূত্র বলছে, নয়াদিল্লির নেওয়া সিদ্ধান্তটি ভারতের সুতা ও চালের ওপর ঢাকার অনুরূপ বাণিজ্য বাধা বা নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।

গত শনিবার ভারত কেবল কলকাতা ও নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলের স্থল ট্রানজিট পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

দেশটির সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, তৈরি পোশাক (আরএমজি), প্লাস্টিক, কাঠের আসবাব, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, ফলের স্বাদযুক্ত পানীয়, তুলা ও সুতার বর্জ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংড়াবান্ধার স্থল শুল্ক স্টেশন এবং চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে দেওয়া হবে না।

ভারতীয় বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের জন্য প্রায় পাঁচ বছর ধরে চলা চুক্তি বাতিল করার পাঁচ সপ্তাহ পর বাংলাদেশি ভোগ্যপণ্যের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হলো।

সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব অঞ্চলে নির্বাচিত কিছু রপ্তানি পণ্যের ওপর ভারত কর্তৃক আরোপিত স্থলবন্দর নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের সমতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ভারত এত দিন বাংলাদেশ থেকে সব রপ্তানি নিষেধাজ্ঞা ছাড়াই অনুমোদন দিলেও, উত্তর-পূর্বাঞ্চলে ট্রানজিট ও বাজার প্রবেশাধিকার বাংলাদেশ দ্বারা সীমিত ছিল। ভারতের এই পদক্ষেপ উভয় দেশের জন্য সমান বাজারে প্রবেশাধিকার পুনরুদ্ধার করবে বলেও জানায় সূত্র।

সম্প্রতি ভারতের দেওয়া এই বিধিনিষেধের ক্ষেত্রে দেশটি চাইছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থে। এ ছাড়া নয়াদিল্লি বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলকে তার বন্দি বাজার হিসেবে বিবেচনা করারও বিরোধিতা করে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশকে বুঝতে হবে যে কেবল এক পক্ষের সুবিধার জন্য দ্বিপাক্ষিক বাণিজ্যের শর্তাবলি বেছে নেওয়া উচিত নয়।

অন্য একটি সূত্র জানিয়েছে, মাত্র দুটি সমুদ্রবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি সীমিত করা ভারতের সুতা ও চালের ওপর একই রকম বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাংলাদেশে রপ্তানি করা সব ভারতীয় পণ্যের ওপর নির্বাচনীভাবে পরিদর্শন বৃদ্ধির প্রতিকূল পদক্ষেপ।

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের জন্য উত্তর-পূর্বে ১১টি স্থল ট্রানজিট পয়েন্ট রয়েছে। এর মধ্যে তিনটি আসামে, দুটি মেঘালয়ে এবং ছয়টি ত্রিপুরায়। ভারত আগে সব স্থলবাণিজ্য পয়েন্ট এবং সমুদ্রবন্দর দিয়ে এত দিন বিধিনিষেধ ছাড়াই বাংলাদেশি পণ্য রপ্তানির অনুমতি ছিল।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
সমর্থকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন ইশরাক May 19, 2025
img
বাণিজ্য উত্তেজনার মাঝেও সাইবারক্যাব তৈরিতে চীনা যন্ত্রাংশ আমদানি করছে টেসলা May 19, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারাল ১০ হাজারের বেশি ঘরবাড়ি May 19, 2025
তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে সব রেকর্ড ভেঙে আন্দোলনের হুঁশিয়ারি! May 19, 2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই চলছে জলাতঙ্ক টিকা প্রয়োগ May 19, 2025
দ্রুত নির্বাচন চায় ১২দলীয় জোট May 19, 2025
img
পাচারের জব্দ টাকায় হচ্ছে আলাদা ফান্ড,ব্যয় হবে জনকল্যাণে May 19, 2025
img
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি হ্রাস, দৈনিক ক্ষতি ৪০ লাখ টাকা May 19, 2025
img
নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশা, ফারুকীও গ্রেফতার হওয়ার কথা : রাশেদ May 19, 2025
img
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল May 19, 2025
সাকিবের সাথে পিএসএল খেলবেন মিরাজ; মিরপুরে সাদা বলের অনুশীলন! May 19, 2025
হাসিনার সঙ্গে নুসরাত ফারিয়ার সম্পর্ক নিয়ে কি বলছেন আইনজীবী May 19, 2025
১৪ হাজার বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল সৌরঝড় May 19, 2025
img
অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ কেন?: হান্নান মাসউদ May 19, 2025
img
জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন নুসরাত ফারিয়া May 19, 2025
img
ফোকাস নষ্ট কইরেন না, ফারিয়ার গ্রেফতারে সরকারের উদ্দেশে জীবন May 19, 2025
img
দ্বৈত এনআইডি নেই, পুরোপুরি নিরাপদ ডেটাবেজ : ডিজি May 19, 2025
img
কারাগারে প্রেরণের পর ফারিয়ার ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট May 19, 2025
img
পুতিনের সঙ্গে দ্রুত বৈঠক চান ট্রাম্প: মার্কো রুবিও May 19, 2025
img
তৃষার সঙ্গে রোমান্স বিতর্কে কামাল হাসান May 19, 2025