কক্সবাজারের উখিয়ায় পিকআপভ্যানের চাপায় জুনায়েদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন।
রোববার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া ও ক্লাস পাড়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলা হলদিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের হাবিব উল্লাহর ছেলে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পথচারীদের বরাত দিয়ে তিনি জানান, উপজেলা হলদিয়া এলাকায় একটি পিকআপভ্যান মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।
এসএম