নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি ও মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এ সময় ২টি মোটরসাইকেল অগ্নি সংযোগ, ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৮ মে) দুপুর ২টার দিকে কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির এক অংশের নেতাকর্মীরা জানান, সাবেক যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট আজ ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল তার। তাকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকা থেকে ১৫০ জনের মতো নেতাকর্মী মোটরসাইকেল বহরে চাবাইল থেকে আনতে যান। গাড়ি বহরটি নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজারের কাছে পৌঁছালে গাড়ি বহরে হামলা করা হয়। এসময় ২টি মোটরসাইকেল অগ্নিসংযোগ, ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ বলেন, নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে নাড়াগাতি থানার বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ডা. শেখ বুলবুল কবীর, নড়াগাতি থানা বিএনপির সহসভাপতি নওশের বিশ্বাস, জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি খান আবুল হোসেন, বাওসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নুসহ ২০০ লোক সঙ্গে নিয়ে আমাদের মোটরসাইকেল বহরে হামলা করেন। এতে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ৪০টির মতো মোরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া ২টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে।
মারাত্মকভাবে আহত দুইজনকে ঢাকা মেডিকেল, তিনজনকে গোপালগঞ্জ হাসপাতাল, দুইজনকে কালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তারা আব্দুল লতিফ সম্রাটের পাজেরো গাড়িও ভেঙে দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমি ঢাকায় আছি। ঘুম থেকে উঠে শুনলাম এলাকায় একটা জামেলা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। অহেতুক আমাকে দোষারোপ করা হচ্ছে।
নড়াগাতি থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ওসি স্যার ছুটিতে রয়েছেন। বর্তমানে আমি দায়িত্বে আছি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএম