একদিন আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ও পরিবেশন করেন অভিনেত্রী। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই বাঁধে বিপত্তি। মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরলেন ভক্তরা।
সেলফি তোলার আবদার সামলাতে সামলাতে তামান্না যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেল ক্যামেরাতেই। সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
আয়োজকদের তরফেই অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেখা গেছে, তামান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু মানুষ। অভিনেত্রীও হাসিমুখে ছবি তুলছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের উপর উঠে ছবি তুলতে শুরু করেন।
পরিস্থিতি যেমনই হোক, হাসিমুখেই সামাল দিয়েছেন তামান্না। কোনোভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় কোনও দেহরক্ষীকে দেখা যায়নি তার আশেপাশে। আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।
সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরই নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা? আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?
নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, “আরে দেখে বুঝতে পারছেন না ওর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?”
এসএন