ফারিয়ার দুঃসময়ে পাশে রয়েছেন জুলাই আন্দোলনের তারকারা

গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন। এসব তারকা ও কলাকুশলীরা গ্রেপ্তার ফারিয়াকে নিয়ে কী লিখছেন?

গ্রেপ্তার ফারিয়া প্রসঙ্গে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘কি এক লজ্জা। ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়। কিন্তু সত্যিকার ভাবেই এটা অগ্রহণযোগ্য।’


ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার শিল্পী হিসেবে ফেসবুক সচেতন হয়ে নিজের মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তিনি অভিনেত্রী। তাঁর কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই তাঁর কাজ। আমার ধারণা, তিনি রাজনীতি সচেতনও না। এমনকি তিনি কোন রাজনীতিও করেন না। এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি।’

বর্তমান সরকারের আয়োজনে কোনো অভিনয়শিল্পী অংশ নিলে তাদের ভবিষ্যৎ বা করণীয় কী হবে—এমন প্রশ্ন তুলে খায়রুল বাসার আরও লিখেছেন, ‘অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। যদি তাই হয়, তবে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোন রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এ ক্ষেত্রে শিল্পীদের করণীয় কী হবে, এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে, এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না?’

পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক।’ সেখানে একজন মন্তব্য করেছেন, ‘স্বৈরাচারের দোসরদের মধ্যে অন্যতম একজন নুসরাত ফারিয়া।’ তার উত্তরে এই পরিচালক লিখেছেন, ‘একটি চলচ্চিত্রে অভিনয় করে দোসর হয়ে গেল।’

তরুণ র‍্যাপার মাহমুদ হাসান তাবীব লিখেছেন, ‘নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি, তিনি কোনো মিছিলেও ছিলেন না। তিনি বলেছিলেন, “প্রত্যেক মেয়ের ভেতরেই একেকজন হাসিনা আছেন।” যেহেতু তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, তাই আবেগে বলেছেন। তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁষতে নেই। তাঁর এই মন্তব্য শুনে কেউ হেসেছে, কেউ প্রশংসা করেছে। কিন্তু যদি সেই কথার জন্য তাকে হত্যাকারী বানানো হয়, তবে তা অসুস্থ বিচারব্যবস্থার উদাহরণ।’

কোনো শিল্পীকে সরকার কাজে ডাকলে তিনি কী করবেন, এমন প্রশ্নও তুলেছেন অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন। তিনি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া একজন শিল্পী। সে “মুজিব”সিনেমায় অভিনয় করেছে। আরও অনেক শিল্পীই অভিনয় করেছে। অনেক শিল্পী অডিশন দিয়েছে। বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল। তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে? আমি, ভাবছি আমার কথা! নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম! আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ, শিল্পীর কাজ হলো যেকোনো শিল্পমাধ্যমে নিজেকে যুক্ত করা।’ তিনি এটাও লিখেছেন, ‘এমন অনেক শিল্পী আছে, যারা অনেকেই গ্রেপ্তার হয়েছে। আমার ধারণা, সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ, এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না! এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী! নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি।’

পরিচালক আশফাক নিপুণকে সব সময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে। কোনো অন্যায় হলেই সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবারও সেভাবেই তিনি ফারিয়ার হয়ে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনো রকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।’


এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হাইওয়েতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জব্দ ১০ টন পলিথিন May 20, 2025
img
তামিমের ফিফটিতে ছন্দে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে ২০৫ রানের পাহাড় May 20, 2025
img
অনামিকার বাড়িতে প্রসেনজিৎ-দেবশ্রীর বিশেষ সময়, এখন শুধুই স্মৃতি May 19, 2025
img
বন্দরে বায়ুদূষণবিরোধী অভিযানে ২ লাখ টাকা জরিমানা May 19, 2025
img
অবৈধ অভিবাসনের দায়ে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের May 19, 2025
হাতের আঙ্গুলে চুটকি বাজিয়ে খালি গলায় মেকআপ সুন্দরী গান May 19, 2025
img
জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ May 19, 2025
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত? May 19, 2025
তিন ফরম্যাটের ব্যাটার হতে চায়: মাহিদুল ইসলাম অঙ্কন! May 19, 2025
বাণিজ্য উত্তেজনা প্রশমিত, চীন থেকে টেসলার যন্ত্রাংশ আমদানি May 19, 2025
সীসা থেকে স্বর্ণ, সম্ভব করলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা! May 19, 2025
১৫টি আমের ‘শিপমেন্ট বা'তি'ল করেছে মার্কিন প্রশাসন May 19, 2025
ভিসা ছাড়াই চীনে ভ্রমণের সুযোগ! May 19, 2025
বাংলাদেশের বর্তমান অবস্থাকে যেভাবে ব্যাখ্যা করলেন রুমিন ফারহানা May 19, 2025
ভারতীয় পণ্য বর্জনের আহবান আমজনতার দল May 19, 2025
ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ May 19, 2025
সাইবার হামলার আশঙ্কা বাড়াচ্ছে এআই প্রযুক্তি May 19, 2025
দীপু মনি, সালমান এফ রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো May 19, 2025
"আমরা নিজেরাও বিপদে!" - নুসরাত ফারিয়ার গ্রে ফ তার নিয়ে মন্তব্য ফজলুর রহমান বাবুর May 19, 2025
img
দেশে রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার May 19, 2025