নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ দপ্তরের বায়ুদূষণের অভিযানে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক বায়ু দূষণ বন্ধে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এইচ এম রাশেদ জানান, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ ও ১১ বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বায়ুদূষণকারী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ টিএ