প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী ইতোমধ্যেই বলিউড সিনেমায় নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন। দীর্ঘ অপেক্ষার পর গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছে খুশি কাপুরেরও। আর এরপর থেকেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।
জোয়া আখতার নির্মিত ‘দ্য আর্চিস’ সিনেমা মুক্তি পায় ২০২৩ সালের ২২ নভেম্বর নেটফ্লিক্সে। এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন খুশি কাপুর ও বেদাং রায়না। গুঞ্জন, এই সহঅভিনেতার সঙ্গেই প্রেমে মজেছেন খুশি কাপুর।
রোববার (২ জুন) ছিল বেদাং রায়নার জন্মদিন। বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বেদাংকে শুভেচ্ছা জানান খুশি কাপুর। এরপরই ফের তোলপাড় নেটদুনিয়ায়— তবে কি সত্যিই প্রেম করছেন এই জুটি?
যদিও এতদিন এই বিষয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু এবার করন জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করন’-এ হাজির হয়ে নীরবতা ভাঙলেন খুশি কাপুর। করনের প্রশ্ন ছিল— খবর উড়ছে তুমি কি বেদাং রায়নার সঙ্গে প্রেম করছো? জবাবে খুশি বলেন, “‘ওম শান্তি ওম’ সিনেমার দৃশ্যটির কথা মনে আছে? যেখানে সবাই বলেন, ‘ওম এবং আমি জাস্ট ফ্রেন্ড’।”
এভাবেই খানিকটা মজা করেই প্রেমের জল্পনার জবাব দেন খুশি।এর আগে হিন্দুস্তান টাইমসকে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘‘‘দ্য আর্চিস’-এর শুটিং সেট থেকেই কাছাকাছি আসেন খুশি কাপুর ও বেদাং রায়না। কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তারা। তবে ব্যক্তিগত সম্পর্ককে এখন প্রকাশ্যে আনতে চান না।’’
সূত্রটি আরও জানায়, ‘‘খুশি-বেদাং একে অপরের মধ্যে সুখ খুঁজে পেয়েছেন। তারা ডেট করছেন এবং একে অপরের সঙ্গে যথেষ্ট স্বচ্ছন্দ। বিভিন্ন বিষয়ে তারা পরস্পরের সঙ্গে যুক্ত এবং একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তবে তারা তাদের প্রাইভেসি বজায় রাখতে চান।’’
এমআর/টিএ