সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি হার বাংলাদেশের

আরও একটাবার সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশে হার। হংকং, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের পর এবার বাংলাদেশ ক্রিকেটকে ধাক্কা দিল সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রায় দেড় যুগের পথচলার পরেও বাংলাদেশের এমন হার সম্ভবত নাটকীয় বা অঘটন কিছু নয়। বরং বলা চলে এক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

২০২৪ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ডালাসের প্রেইরি স্টেডিয়ামে সেই দুই হারকে বাংলাদেশ ক্রিকেটের পতনের অন্যতম বিন্দু ধরা হয়েছিল। এরপর বহু নাটকীয়তা দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসেছেন নতুন কোচ ফিল সিমন্স। যিনি আবার কি না, ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।

কিন্তু আরও একবার আইসিসি সহযোগী দেশের কাছে হার। ক্রিকেটে অঘটন হয়। তথাকথিত বড় দলের বিপক্ষে ছোট দল কিংবা সহযোগী দেশগুলোর জয় পুরো ক্রিকেট দুনিয়ারই উদযাপনের অংশ। তবে বাংলাদেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর জয় এখন যেন নিয়মিত চিত্র। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশই সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে। গতকাল আরব আমিরাতের বিপক্ষে ছিল ১০ম হার।

সহযোগী দেশের মধ্যে স্কটল্যান্ডের আছে বাংলাদেশ হেরেছে ৩ টি-টোয়েন্টি। নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার আছে ২টি করে। সংযুক্ত আরব আমিরাত এবং হংকং-য়ের বিপক্ষে হার ১টি করে। আর আয়ারল্যান্ড ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে একবার হারায় বাংলাদেশকে। সবমিলিয়ে এই ১০ হার বাংলাদেশের। প্রথম দেশ হিসেবে যা বাংলাদেশের জন্য লজ্জার এক বিশ্বরেকর্ডও বটে।

ক্রিকেট বিশ্বে বাকিদের তুলনায় সহযোগী দেশের বিপক্ষে হারের তালিকায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৯ দেশের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সহযোগী দেশের বিপক্ষে হেরেছে ৪ বার। বাংলাদেশের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। ইংল্যান্ড হেরেছে ৩ বার। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার হার ২টি করে। আর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের হার ১বার করে। সহযোগী দেশের বিপক্ষে হারের স্বাদ এখনো পায়নি দুই দেশ। তারা অস্ট্রেলিয়া এবং ভারত।

ক্রিকেটের বর্তমান চালচিত্রে সহযোগী দেশগুলোকে পিছিয়ে রাখার খুব একটা সুযোগই নেই। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়, ওয়ানডে নেদারল্যান্ডসের বাংলাদেশের বিপক্ষে জয় কিংবা আফগানিস্তানের উত্থান বারবারই জানান দিচ্ছে টেস্ট ক্রিকেটে বাইরে থাকা দেশগুলোর সক্ষমতা।

কিন্তু টি-টোয়েন্টিতে ১৮ বছর পার করে দেয়ার পরেও বাংলাদেশের এমন পরিসংখ্যানও হয়ত ক্রিকেটপ্রেমীদের কাঠগড়ায় ওঠার দাবি রাখে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় নিয়ে ফিরলেও হয়ত একটা বড় দাগ থেকেই যাবে দেশের ক্রিকেটের গল্পে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

কোনো দলকে খুশি করা সরকারের কাজ না May 20, 2025
দুদকের ডাকে হাজির হননি স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ও মাহমুদুল May 20, 2025
img
ইয়ামালের গায়ে উঠছে মেসির জার্সি May 20, 2025
img
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা May 20, 2025
img
ঢাকার দুই সিটি নির্বাচন চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি May 20, 2025
img
আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক May 20, 2025
img
কুষ্টিয়ায় গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ May 20, 2025
img
আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবেন: তানজিন তিশা May 20, 2025
‘নোবেলের সঙ্গে কোনো মেয়ের ৭ মাস থাকা সম্ভব? বিশ্বাস হয় না’ May 20, 2025
‘বাসাবাড়ির ময়লা অপসারণ বন্ধ করে দেওয়া হবে’ May 20, 2025
img
বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয়: এনসিপি May 20, 2025
img
কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত May 20, 2025
img
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: নাহিদ May 20, 2025
img
প্রিমিয়ার লিগে কিংসের গোল উৎসব May 20, 2025
img
সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত রোনালদো May 20, 2025
img
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড May 20, 2025
img
বেনাপোলে যুবলীগ নেতাকে আটক করে থানায় হস্তান্তর May 20, 2025
img
‘গ্রেটার বাংলাদেশ’ ম্যাপ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া সংবাদ প্রচার : বাংলাফ্যাক্ট May 20, 2025
মুক্তি পেয়ে ব্যক্তিগত গাড়িতে বিমর্ষ নুসরাত ফারিয়া বাসায় ফিরেছেন, যাচ্ছেন থাইল্যান্ড May 20, 2025
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ হবে সরাসরি সম্প্রচার May 20, 2025