মাত্র ১৭ বছর বয়সেই অসাধারণ সাফল্যের ছোঁয়া পেয়েছেন লামিনে ইয়ামাল। গত বছর স্পেনের হয়ে ইউরো জয়ের পর চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জিতে নিয়েছেন তিনি। এবার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ইয়ামালের গায়ে উঠতে যাচ্ছে ক্লাবের কিংবদন্তি ১০ নম্বর জার্সি।
২০২৩ সালে অভিষেকের পর থেকেই বার্সেলোনার হয়ে দারুণ পারফর্ম করছেন ইয়ামাল। অনেকেই তাকে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। ক্লাবও তা মনে করছে। তাই আগামী মৌসুমে মেসির স্মরণীয় ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হবে এই স্প্যানিশ তরুণের হাতে।
২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সার ১০ নম্বর জার্সি ছিল মেসির গায়ে। আর্জেন্টাইন মহানায়কের আগে এই জার্সি পরে খেলেছেন রোনালদিনহো, রিকলমে ও রিভালদোর মতো কিংবদন্তিরা। মেসি বার্সা ছাড়ার পর ২০২১-২২ মৌসুমে ১০ নম্বর জার্সি দেওয়া হয় উঠতি তারকা আনসু ফাতিকে। শুরুটা আশাজাগানিয়া হলেও একের পর এক চোটে হারিয়ে যেতে বসেন ফাতি। মাঝে ব্রাইটনে ধারে খেলে আবার বার্সায় ফিরলেও একাদশে নিয়মিত হতে পারেননি তিনি।
আগামী মৌসুম থেকে তাই ১০ নম্বর জার্সি পরবেন ইয়ামাল। এখন তিনি খেলেন ১৯ নম্বর জার্সি গায়ে। আগামী ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ হওয়ার পর ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি করবে বার্সা। নতুন চুক্তিতে বেতন বাড়বে কয়েকগুণ। রিলিজ ক্লজ থাকবে এক বিলিয়ন ইউরো।