২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হৃতিক রোশনের ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়ালের জন্য বহুদিন ধরেই অপেক্ষায় দর্শকরা। যশরাজ স্পাই ইউনিভার্সের এ সিনেমাটি ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই।
যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ‘ওয়ার ২’। গত বছর শেষের দিকে ইতালির বিভিন্ন লোকেশনে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। এর মুখ্য চরিত্রে দেখা যাবে হৃতিক রোশন এবং কিয়ারা আদভানিকে। তবে এবার ধামাকা হিসেবে থাকছেন জুনিয়র এনটিআর।
ট্রেলারে হৃতিক-এনটিআরের দুর্দান্ত অ্যাকশন ঝলক দেখা গেছে।
টিজারের শুরুতেই দেখা যায় জুনিয়ার এনটিআরের দুর্দান্ত আগমন। তারপরেই প্রতিপক্ষ হৃতিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে। টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা।
বিকিনি পরে রীতিমতো উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন এ নায়িকা। এছাড়াও হৃতিক-এনটিআরের মুখোমুখি লড়াইয়ের আভাসও দেখা গেছে। তবে তাদের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের গল্পটা স্পষ্ট নয়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত।
মঙ্গলবার (২০ মে) সোশ্যাল মিডিয়ায় সিনেমার টিজার প্রকাশ করে হৃতিক লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হল।
ঝড় আসতে চলেছে। ওয়ার ২ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।’
‘ওয়ার’-এর প্রথম কিস্তিতে হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। তবে দ্বিতীয় কিস্তিতে এনটিআরের আগমনের খবরে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পারদ তুঙ্গে। এই সিনেমায় জুনিয়র এনটিআর খলনায়ক না নায়ক, সেটা বোঝার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।
টিজার মুক্তির পাশাপাশি সিনেমার মুক্তির ঘোষণাও করে দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এটি। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-এর প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন এনটিআর। এ ছাড়া জন আব্রাহামকেও দেখে যেতে পারে ক্যামিও চরিত্রে।
আরএম/এসএন