পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে ২৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেশোয়ার জালমি। এই হারের পর অধিনায়ক বাবর আজমকে ঘিরে চলা সমালোচনার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।
এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শেহজাদ লেখেন, ‘হ্যাঁ, বাবর আজম ফর্মে নেই। হ্যাঁ, তার শেষ ফিফটি ছিল ধীরগতির।
কিন্তু সব দায় তার একার ওপরই কেন? ক্রিকেট দলগত খেলা। বাকি ১০ জনের দায়িত্ব নেই? আজ সে ঝুঁকি নিয়েছে, সেটাই ছিল সঠিক কৌশল। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে বাকি ব্যাটাররা কোথায়? জবাবদিহি একতরফা হতে পারে না।’
রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জালমিকে ১৩ ওভারে ১৫০ রানের টার্গেট দেয় লাহোর।
জবাবে ১২৩ রানে থেমে যায় জালমি। আর ওই ম্যাচে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় বাবর আজমের দল।
২০১৭ সালের চ্যাম্পিয়ন এবং চারবার ফাইনাল খেলা পেশোয়ার জালমি এর আগে কখনো পিএসএলের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি। তবে এবার ব্যতিক্রম ঘটেছে।
আরএম/এসএন