বেশ কয়েকদিন ধরেই ‘হেরা ফেরি থ্রি’-এর কলাকুশলীর তালিকা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এর আগের প্রতিটি সিনেমায় অভিনেতা পরেশ রাওয়ালের অভিনয় নজর কেড়েছিল দর্শকের। যদিও পরেশ জানিয়ে দিয়েছেন ‘হেরা ফেরি থ্রি’-তে অভিনয় করছেন না তিনি।
তবে এসবের মাঝেই হঠাৎ প্রকাশ্যে নয়া খবর। অক্ষয় কুমার তার প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মসের মাধ্যমে পরেশ রাওয়ালকে নাকি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে অপেশাদারিত্ব এবং সিনেমার শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়ার জন্য পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছে।
পরেশ সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি তথাকথিত কমেডি সিনেমায় অভিনয় ছেড়ে দিচ্ছেন। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি অভিনেতা।
তবে ‘হেরা ফেরি থ্রি’-এ তিনি যে আর থাকবেন না, এ কথা স্পষ্ট করে দিয়েছেন। যা শুনে রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেতার অনুরাগীদেরও।
এদিকে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল চলতি বছরের এপ্রিলে প্রিয়দর্শনের এই সিনেমার শুটিং শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি অক্ষয় ‘হেরা ফেরি থ্রি’-এর প্রযোজকও বটে। তিনি ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে আইনত সিনেমার রাইটসও কিনেছেন।
পরেশ রাওয়াল যদিও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৃজনশীলতা বা অর্থনৈতিক কারণে এত বড় সিদ্ধান্ত নেননি তিনি। সূত্রের খবর, ছবির জন্য তাকে স্বাভাবিক পারিশ্রমিকের চেয়েও তিনগুণ বেশি টাকা দেওয়া হচ্ছে। তবুও সিনেমাটি করতে চাইছেন না অভিনেতা।
আইনি পরামর্শদাতাদের একটি সূত্রের মতে, পরেশ পেশাগত সততা লঙ্ঘন করেছেন। যদি তিনি ছবিটি করতে রাজি না হন, তা হলে আইনি চুক্তিতে সই করার এবং শুটিংয়ে এত টাকা খরচ করার আগে তার বলা উচিত ছিল। সময় এসেছে বলিউড অভিনেতাদেরও বুঝতে হবে যে হলিউডের মতো এখানেও নির্মাতারা তাদের ইচ্ছামতো কাউকে ছবিতে আসতে এবং যেতে দেবেন না।
অক্ষয় তার ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম ইন্ডাস্ট্রির কোনও সহশিল্পীর বিরুদ্ধে অপেশাদার মনোভাবের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন।
পরেশের ক্ষেত্রে যদিও বিষয়টি নতুন নয়। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড ২’ করতেও রাজি ছিলেন না। চিত্রনাট্য পছন্দ হয়নি বলে তিনি দাবি করেছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএম/টিএ