বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান এবার বড় এক মঞ্চের দোরগোড়ায়। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ২০২৫ কনকাকাফ গোল্ডকাপের জন্য ঘোষিত ৬০ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ২১ বছর বয়সী ফুটবলার। যার ফলে অনেকটাই স্পষ্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ঠিকানা হচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয় দল।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন কুইন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৪ ম্যাচে ১টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনোর নজরে এনেছে। গোল্ডকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার পাশাপাশি ৭ ও ১০ জুন তুরস্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে। মূল টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র তাদের অভিযান শুরু করবে ১৫ জুন, ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে।
সুলিভান পরিবারের চার ভাই—কুইন, ডেক্লান, রোনান এবং কাভান—সকলেই পেশাদার ফুটবলে যুক্ত। এদের মধ্যে ডেক্লান ও রোনানকে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়ে আগাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ কুইন এবং সর্বকনিষ্ঠ কাভানকে পাওয়া এখন অনেকটাই অসম্ভব হয়ে উঠেছে। কাভানের দিকে নজর রেখেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, আর কুইন তো এখন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দ্বারপ্রান্তে।
বাফুফে আগে জানিয়েছিল, কুইনকে নিয়েও তারা একেবারে আশা ছাড়েনি। তবে এবার হয়তো সেই সম্ভাবনার দরজাটিও বন্ধ হয়ে যেতে বসেছে। যুক্তরাষ্ট্রের মতো প্রতিযোগিতামূলক দলে ডাক পাওয়া মানে, তার লক্ষ্য এখন বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।
আরএম/এসএন