আপাতত ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। আপাতত রুটিন দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নজরুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি অতীতে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। স্থায়ীভাবে বাংলাদেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন এই ব্যাচেরই একজন কর্মকর্তা।

নজরুল ইসলাম সৌদি আরবের রিয়াদে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, লেবানন, ইরাকে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, জসীম উদ্দিনের উত্তরসূরি হিসেবে সরকার বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের এক কর্মকর্তাকে চূড়ান্ত করেছে। বিদেশের একটি গুরত্বপূর্ণ মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় সপ্তাহ দুয়েক আগে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়া সিদ্ধান্ত নেয় সরকার। গত ৭মে জসীম উদ্দিনকে জানিয়ে দেওয়া হয় সরকার আর তাকে পররাষ্ট্রসচিব পদে রাখছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কাজের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় এবং বিদেশি অনেক দেশের সঙ্গে যোগাযোগে কিছুটা স্থবিরতা দেখা যায়। তবে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন এখনো নিয়মিত অফিসে আসছেন। তবে তিনি ফাংশনাল নন, অর্থাৎ দেশে এবং বিদেশে বিভিন্ন বৈঠকে জসীম উদ্দিন অনুপস্থিত। যার কারণে মন্ত্রণালয়ে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। সবশেষ, গত ১৫ মে টোকিওতে জাপানের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে জসীম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শেষ অবদি বাংলাদেশের নেতৃত্ব দেন নজরুল ইসলাম।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার গঠনের মাসখানেকের মাথায় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হয় তৎকালীন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে।

জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি দেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব দিলেও তিনি নিজ সিদ্ধান্তে পূর্ণাঙ্গ সময় চাকরি শেষ না করেই ছুটিতে যাচ্ছেন।

চীনে রাষ্ট্রদূত হওয়ার আগে জসীম উদ্দিন কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সিনেমা হলগুলো দর্শক হারানোর কারণ জানালেন পঙ্কজ ত্রিপাঠি! Jul 19, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইতিহাস’ গড়ল জামায়াত! Jul 19, 2025
img
‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো এর মাধ্যমে সবচেয়ে দামি সঞ্চালক হতে যাচ্ছেন অমিতাভ বচ্চন! Jul 19, 2025
img
কুমিল্লার মুরাদনগরে জনসভা করার ঘোষণা দিলেন ইশরাক Jul 19, 2025
img
অবসর ভেঙে আবারও ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার! Jul 19, 2025
img
সৈকতে কারিনার ‘লুঙ্গি ড্যান্স’, নেটদুনিয়ায় ঝড়! Jul 19, 2025
img
জামায়াতের সমাবেশ ঘিরে নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও Jul 19, 2025
img
বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার Jul 19, 2025
img
গায়ানার কাছে হেরে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো রংপুর রাইডার্সের Jul 19, 2025
img
ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের Jul 19, 2025
img
নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ : আব্দুন নূর তুষার Jul 19, 2025
img
মুক্তির এক বছর আগেই শুরু নোলানের 'দ্য ওডিসি'র টিকিট বিক্রি! Jul 19, 2025
img
ঢাকায় সমাবেশে আসার পথে সড়কে প্রাণ গেল জামায়াত নেতার Jul 19, 2025
img
সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু করল জামায়াত Jul 19, 2025
img
১৭ বছরের পুরোনো বাটন ফোনই সঙ্গী অভিনেতা ফাহাদের, পেছনে রয়েছে চমকপ্রদ কারণ! Jul 19, 2025
img
সপ্তাহ শেষে রাজকুমারের ‘মালিক’ সিনেমার আয় কত? Jul 19, 2025
img
১৩ বছর বয়সে মিনা পাল থেকে অভিনেত্রী ‘কবরী’ হয়ে উঠার গল্প! Jul 19, 2025
img
যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ পুলিশ কর্মকর্তার Jul 19, 2025
img
সোহরাওয়ার্দীতে নেত্রকোণার ১০ হাজার নেতাকর্মীর মিছিল Jul 19, 2025
img
পটুয়াখালীতে যুবলীগের ৬ নেতা গ্রেফতার Jul 19, 2025