গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮৮ হেক্টর চাষের জমি ডুবে গেছে। তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।
পীরগাছা উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি ১২ হেক্টর, ভুট্টা ২ হেক্টর, ধান ৩৭.৫ হেক্টর, পাট ১.৫ হেক্টর, বাদাম ৩০ হেক্টর এবং মরিচ ৫ হেক্টর জমির ফসল।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকেই অপরিপক্ব মরিচ, বাদাম ও সবজি আগেভাগেই তুলে নিতে বাধ্য হচ্ছেন।
অনন্তরাম গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, অনেক কষ্টে ২০ শতক জমিতে মরিচ লাগিয়েছিলাম। দুই দিনের পানিতে গাছ ডুবে গেছে। তাই বাধ্য হয়ে গাছ তুলে ফেলেছি।
চালুনিয়া গ্রামের কৃষক হালিম মিয়া জানান, ধান পেকে গেছে, কিন্তু শ্রমিকের অভাবে কাটতে পারিনি। এখন বৃষ্টিতে ধান পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত খরচ দিয়ে কাটতে হবে। লাভের চেয়ে লোকসানই হবে বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় জমিতে পানি থাকলে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দ্রুত জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও জানান, সার্বিকভাবে ৮৮ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে বলে আমরা নিরূপণ করেছি।
আরএ