ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশ-ইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে ঢাকা জানিয়েছে, এভাবে পুশ-ইন করাটা ঠিক না। পাশাপাশি ভারত বাংলাদেশ সরকারকে দেশটিতে অবস্থানকারীদের একটি তালিকা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই করছে।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশ-ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পুশ-ইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এরপরও এটি থেমে নেই। সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা, এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে।

দিল্লি এ বিষয়ে রেসপন্স করেছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি। এভাবে দেওয়াটা যে ঠিক না এটা আমরা তাদের বুঝিয়েছি এবং আমরা তাদের বলেছি আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকা স্বরাষ্ট্রের মাধ্যমে চেক আপ করছি।
ভারতীয় নাগরিক ও যারা রোহিঙ্গা তাদের পুশব্যাক করা হবে না কী, এখানে রাখছি, এমন প্রশ্ন তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা এখনো নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে বিগত সময়ে হওয়া চুক্তি যেগুলোতে বাংলাদেশ লাভবান হয়নি সেগুলো বাতিলের কথা ওঠে। কিন্তু এখন পর্যন্ত সরকার কোনো চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কিনা বা পর্যালোচনা করেছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, দেখুন, ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময়ে হয়েছে, এমওইউ হয়েছে। সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে গত কয়েক বছরে আপনাদের জানানো হয়েছে। তার মধ্যে যদি চুক্তি যেগুলো থাকে সেগুলো কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ বাতিল করা যাবে।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা ঠিক কোনটি বাতিল করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। দেখা যাক, আমরা কি করতে পারি।

পাল্টা প্রশ্নে ভারত নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেখুন, নিয়মকে এক্সটেন করা যায় বিভিন্নভাবে। এখন আপনি এটাকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন, কখনো কখনো নেতিবাচকভাবেও ব্যাখ্যা করতে পারেন। সব মিলিয়ে আমাদের সেভাবে এগোতে হচ্ছে। কেউ তো স্বীকার করে না সে নিয়মের বাইরে যাচ্ছে।

ভারতের সঙ্গে শ’খানেকের বেশি চুক্তি আছে। এরমধ্যে কতগুলো পর্যালোচনা করেছি জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করিনি। পর্যালোচনা বলতে আপনারা কী বোঝান? সব চুক্তিরই আমরা আমাদের অবস্থান যাচাই-বাছাই করার চেষ্টা করেছি। সময়মতো সেগুলো ভারতের সঙ্গে টেকআপ করা হবে।

সম্প্রতি ভারত সরকার স্থলপথে বাংলাদেশি পণ্যে আমদানি নিষিদ্ধ করেছে। বাংলাদেশ এ বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিল্লিতে পাঠানোর কথা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা বিষয়টা দেখছেন এবং আমরা এটা টেকআপ করছি। চিঠি যাচ্ছে দিল্লিতে।

বুধবার (২১ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটর বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়েছেন। চিঠির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটি সঠিক কিনা, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমার নজরে এখনো আসেনি। স্যোশাল মিডিয়াতে সবার আগে আসে। আসুক, সেটা আমরা দেখব পরে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটর স্বাক্ষর করা চিঠির সত্যতা জানতে দুই সিনেটরকে দুপুরে ই-মেইল করেছে ঢাকা পোস্ট। তবে এখনো মেইলের উত্তর পাওয়া যায়নি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা জ্বালানি উপদেষ্টার Jan 21, 2026
img
গণভোটে সামগ্রিকভাবে ‘হ্যা’ ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন Jan 21, 2026
img
বিয়ের কোনো পরিকল্পনা নেই : সুনেরাহ Jan 21, 2026
img
প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির Jan 21, 2026
img
পোস্টাল ব্যালট পেতে কুয়েত প্রবাসীদের ভোগান্তি Jan 21, 2026
img
সিলেট থেকেই আসন্ন সংসদ নির্বাচনের প্রচার শুরু বিএনপির Jan 21, 2026
img
দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী মিতু Jan 21, 2026
img

সংসদ নির্বাচন

সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২ আসনে, সর্বনিম্ন পিরোজপুর-১ Jan 21, 2026
img
রেজুলেশন ফার্ম করতে চায় বাংলাদেশ ব্যাংক: গভর্নর Jan 21, 2026
img
অস্ট্রেলিয়ান ওপেনে জেলিফিশ পোশাকে চমক নাওমি ওসাকার Jan 21, 2026
img
নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : হাজী এনায়েতুল্লা Jan 21, 2026
img
সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে Jan 21, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Jan 21, 2026
img
সেরা ১০ অভিনেত্রীর তালিকায় ফের ফুটে উঠল দক্ষিণের দাপট Jan 21, 2026
img
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী Jan 21, 2026
img
চ্যাটজিপিটিতে বয়স অনুমান করার ফিচার চালু করছে ওপেনএআই Jan 21, 2026
img
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা Jan 21, 2026
img
মাইনাস ১১০ ডিগ্রিতে সুস্থ থাকার টিপস শেয়ার করলেন আমিরাতের যুবরাজ Jan 21, 2026
img
মুন্সিগঞ্জে জামায়াত প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার Jan 21, 2026
img
অতীত ‘স্মৃতি’ ভুলে কাজে ফিরছেন পলাশ মুচ্ছল Jan 21, 2026