শিখর ধাওয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে তিনি আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আর এবার তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনা নতুন করে জল্পনা বাড়িয়েছে—তাহলে কি এবার সত্যিই নতুন সংসার পাতার পরিকল্পনা করছেন গাব্বার?
এর আগে ধাওয়ানের বিয়ে হয়েছিল অস্ট্রেলিয়ায় বসবাসকারী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, পাশাপাশি আয়েশার আগের সংসারের দুই কন্যাকেও দত্তক নেন ধাওয়ান। তবে এই সম্পর্ক শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়, যা সম্পন্ন হয় ২০২৪ সালে।
ধাওয়ানের জীবনে নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় বছরের শেষে, যখন তাঁকে সোফির সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ পরিসরে দেখা যেতে শুরু করে। এমনকি চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে ‘মাই লাভ’ লিখে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।
সম্প্রতি ধাওয়ান গুরুগ্রামের গলফ কোর্স রোডে একটি সুপার লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনেছেন, যার দাম প্রায় ৬৯ কোটি টাকা বলে জানা যাচ্ছে। ‘দাহিলাস’ নামের এই প্রজেক্টে তাঁর ফ্ল্যাটের আয়তন প্রায় ৬ হাজার স্কোয়ার ফিট। এমন বিলাসবহুল ফ্ল্যাট কেনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে—এই কি তবে শিখর-সোফির নতুন সংসারের ঠিকানা?
অন্যদিকে, ধাওয়ান সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন, যেখানে তিনি কাউবয়ের রূপে ধরা দেন। সোফি পেশায় একজন প্রোডাক্ট কনসালট্যান্ট এবং বর্তমানে দুবাইয়ে থাকেন। সেখানেই কয়েক বছর আগে ধাওয়ানের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের রসায়ন দেখার পর অনেকে প্রশ্ন তুলছেন—তবে কি এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘গাব্বার’?
এমআর/টিএ