দাবি না মানা পর্যন্ত এখানে অবস্থান করবো: ইশরাক

রাজধানীর কাকরাইলে রাস্তায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি সরকারের দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছেন। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পর একটা বানোয়াট ফল ঘোষণা করে। সেটাকে বাতিল চেয়ে আমরা মামলা করেছিলাম। পরে শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে, মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী।

এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়, সেখানে সাত আট জন আইনজীবী রয়েছেন। তারা পুরো মামলাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। তাদের বলা হলো, আইন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। আইন মন্ত্রণালয় বললো, তারা স্বাধীন প্রতিষ্ঠান তারা যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেবো। এর পর ইলেকশন কমিশন আইন অনুযায়ী গেজেট প্রকাশ করলো। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তব্য আমার শপথ সম্পন্ন করানো। তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে।’

তিনি বলেন, ‘কিন্তু একটি নতুন দল, আমি আশাবাদী ছিলাম। কিন্তু আমরা দেখলাম, এই সরকারের মধ্যেই তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। আমরা আন্দোলন শুরু করেছিলাম একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে। সেখান থেকে আমরা আবার পিছিয়ে গেলাম। আমি নাহিদ ইসলামকে প্রশংসা করবো, তিনি পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হয়েছে। কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা আছেন। আমার সাথে যদি এ রকম আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, তখন আপনারা আশা রাখতে পারেন, যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে?’

ইশরাক হোসেন বলেন, ‘হাসিনা যেমন বিচার বিভাগ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছিল, তেমনটি হচ্ছে। আমরা কি আরেকটা স্বৈরাচারীর জন্ম হতে দিতে পারি? আরেকটা স্বৈরাচীর জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেবো না ইনশাল্লাহ। আমরা যেকোনো স্বৈরাচারকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যেমনটি হাসিনার আমলে আমরা গুম হয়ে, মামলা খেয়ে, জেল খেটে স্বৈরাচার পতনের পেক্ষাপট তৈরি করেছিলাম।’

তিনি বলেন, সরকার কীভাবে তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

বিএনপি নেতা বলেন, ‘জনগণের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি। এই ভাইয়েরা রোদে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। এই আন্দোলন কি ইশরাকের মেয়রের জন্য। না। এটা জনগণের ভোটের অধিকারের জন্য। আমিও সর্বাত্মভাবে এই আন্দোলনে যোগ দিলাম এবং আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে অবস্থান করবো।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাবির সাবেক উপ-উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক মামলা May 22, 2025
img
আজ জুবাইদা রহমানের আপিল শুনানি May 22, 2025
img
বাহরাইনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ May 22, 2025
img
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ভারতের পুশইন, ৪ জন আটক May 22, 2025
img
রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই : হাইকোর্ট May 22, 2025
img
ক্লাব বিশ্বকাপের জন্য ফিফার নতুন নিয়ম, থাকবে বিশেষ ট্রান্সফার উইন্ডো May 22, 2025
img
বৃষ্টি উপেক্ষা করে ইশরাকের সমর্থকদের আন্দোলন অব্যাহত May 22, 2025
img
সার্জারির পর লাল গালিচায় মৌনীর নতুন রূপ May 22, 2025
img
হবিগঞ্জে মোবাইল কিনে ফেরার পথে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর May 22, 2025
img
কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন : সারজিস May 22, 2025
img
চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে: ইরান May 22, 2025
img
কুনজরে পড়েই যেন সব আটকে যায় নিরবের May 22, 2025
img
সিরাজগঞ্জে আমের বাজারে রমরমা বেচাকেনা, দাম ঊর্ধ্বমুখী May 22, 2025
img
রাজধানীতে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই May 22, 2025
img
শুরুতে ঝড়, শেষে ধাক্কা—আইপিএলে দিল্লির পরিণতি May 22, 2025
img
‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’ May 22, 2025
img
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা May 22, 2025
img
ঠাকুরগাঁওয়ে রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকালেন এলাকাবাসী May 22, 2025
img
মমতাজকে মানিকগঞ্জের আদালতে নেওয়া হয়েছে May 22, 2025
img
অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও কখনো কোনো বিজ্ঞাপনচিত্রে অংশ নেইনি : হানিফ সংকেত May 22, 2025