টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসিসহ সংশ্লিষ্ট ১৯৩ জনের নামে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার একটি আদালতে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
লুৎফর রহমান বলেন, বুধবার (২১ মে) সকালে জেলার ভূঞাপুর উপজেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাদি কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদি ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন।“এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না,” বলেন লুৎফর রহমান।
 
গত সোমবার (১৯ মে)ওই আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

মঙ্গলবার(২০ মে) দিনভর নানা নাটকীয়তার পর মামলায় অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদি কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন।
 
বাদিপক্ষের আইনজীবী আবু রায়হান খান বলেন,২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোট চুরির নির্বাচন আখ্যায়িত করে দায়ের করা মামলাটি বাদি প্রত্যাহার করে নিয়েছেন। ১৯ মে দায়েরকৃত মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামি ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

“এরই মধ্যে মঙ্গলবার(২০ মে) পাঁচজন সাংবাদিককে মামলা থেকে প্রত্যাহারে বাদী অনাপত্তিপত্র প্রদান করেন। সর্বশেষ বুধবার বাদি মামলাটি প্রত্যাহার করে নেন। বাদি কামরুল হাসান মামলাটি চালাবেন না বলে প্রত্যাহারের আবেদন করেছেন।”

মামলার বাদি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারই গ্রামের মৃত মমতাজউদ্দিন আহম্মেদের ছেলে কামরুল হাসান। সাংবাদিকদের তিনি বলেছেন, “আলোচনা করেই মামলা শেষ করে দিয়েছি। বিএনপির উপর মহলের সিদ্ধান্তে মামলা প্রত্যাহার করেছি।”

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, “মামলার বিষয়ে আমি কিছুই জানি না।গতকাল সারাদিন ছিলাম ঢাকায়।আজ সকালে যে মামলা করছে তাকে ডেকে নিয়ে আসছিলাম। সে নানান কথা বলল। সে মামলা প্রত্যাহার করবে বলল। পরে শুনলাম মামলা প্রত্যাহার করছে। আমি এটুকুই জানি।”

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, “কে বা কারা এই মামলা করছে জানি না। শেখ হাসিনার নামে মামলা করল আমাদের কাছে পরামর্শ করে করল না। আবার তারা প্রত্যাহার করল। এটা ঠিক করে নাই। আমরা তদন্ত করে দেখব।আমরা বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করব।“

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জিসানের May 22, 2025
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত May 22, 2025
img
চা, চুমু আর স্বস্তিকা—রাহুলের প্রেম কাহিনি এক কাপ চায়ে May 22, 2025
img
জোবাইদা রহমানের আপিল শুনানি শুরু May 22, 2025
img
পিএসএলে এক দলে খেলবেন তিন বাংলাদেশি তারকা May 22, 2025
img
১০ জুলাই শুরু রংপুরের শিরোপা রক্ষার লড়াই May 22, 2025
img
সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৬৯০ হজযাত্রী May 22, 2025
img
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করল বিএসএফ May 22, 2025
img
সাবেক ডিজি মামুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 22, 2025
img
মবে যদি রায় নেয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী: সারজিস May 22, 2025
img
‘চোখের সামনে সব আশা নষ্ট হয়ে যাচ্ছে’ May 22, 2025
img
গাজীপুরে আ. লীগ ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৩ May 22, 2025
img
মৌলভীবাজারে বিপুল দেশি-বিদেশি জাল টাকার নোটসহ আটক ১ May 22, 2025
img
চীনের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নে ঐকমত্য May 22, 2025
img
সিঙ্গাপুর হাসপাতালে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবরটি সত্য নয় May 22, 2025
img
উদ্বোধনের মুহূর্তেই বিপর্যয়: ডেস্ট্রয়ার ভেঙে পড়ায় রাগান্বিত কিম, রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন May 22, 2025
img
তারেক রহমানকে নিয়ে উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যে মানুষ বিস্মিত-হতবাক : রিজভী May 22, 2025
img
আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের May 22, 2025
img
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি: নুর May 22, 2025
img
তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি, তবে কি পরীমনির সঙ্গে সম্পর্ক চুকে গেল সাদীর? May 22, 2025