টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসিসহ সংশ্লিষ্ট ১৯৩ জনের নামে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার একটি আদালতে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
লুৎফর রহমান বলেন, বুধবার (২১ মে) সকালে জেলার ভূঞাপুর উপজেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাদি কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদি ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন।“এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না,” বলেন লুৎফর রহমান।
 
গত সোমবার (১৯ মে)ওই আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

মঙ্গলবার(২০ মে) দিনভর নানা নাটকীয়তার পর মামলায় অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদি কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন।
 
বাদিপক্ষের আইনজীবী আবু রায়হান খান বলেন,২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোট চুরির নির্বাচন আখ্যায়িত করে দায়ের করা মামলাটি বাদি প্রত্যাহার করে নিয়েছেন। ১৯ মে দায়েরকৃত মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামি ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

“এরই মধ্যে মঙ্গলবার(২০ মে) পাঁচজন সাংবাদিককে মামলা থেকে প্রত্যাহারে বাদী অনাপত্তিপত্র প্রদান করেন। সর্বশেষ বুধবার বাদি মামলাটি প্রত্যাহার করে নেন। বাদি কামরুল হাসান মামলাটি চালাবেন না বলে প্রত্যাহারের আবেদন করেছেন।”

মামলার বাদি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারই গ্রামের মৃত মমতাজউদ্দিন আহম্মেদের ছেলে কামরুল হাসান। সাংবাদিকদের তিনি বলেছেন, “আলোচনা করেই মামলা শেষ করে দিয়েছি। বিএনপির উপর মহলের সিদ্ধান্তে মামলা প্রত্যাহার করেছি।”

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, “মামলার বিষয়ে আমি কিছুই জানি না।গতকাল সারাদিন ছিলাম ঢাকায়।আজ সকালে যে মামলা করছে তাকে ডেকে নিয়ে আসছিলাম। সে নানান কথা বলল। সে মামলা প্রত্যাহার করবে বলল। পরে শুনলাম মামলা প্রত্যাহার করছে। আমি এটুকুই জানি।”

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, “কে বা কারা এই মামলা করছে জানি না। শেখ হাসিনার নামে মামলা করল আমাদের কাছে পরামর্শ করে করল না। আবার তারা প্রত্যাহার করল। এটা ঠিক করে নাই। আমরা তদন্ত করে দেখব।আমরা বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করব।“

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দোয়া করি এশিয়া কাপে ভারত পাকিস্তানের সঙ্গে না খেলুক : বাসিত আলি Aug 14, 2025
img
ওসিকে হুমকি দল থেকে বহিষ্কার হলেন বিএনপি নেতা Aug 14, 2025
img
প্রেস সচিবের দায়িত্ব শেষে সাংবাদিকতায় ফিরে যাব: শফিকুল আলম Aug 14, 2025
img
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিকেলে মাঠে নামছে সোহানরা, খেলা দেখবেন যেভাবে Aug 14, 2025
img
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার Aug 14, 2025
শরীর চর্চা করাও কি ইবাদত Aug 14, 2025
img
‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী Aug 14, 2025
img
পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছি: জেলেনস্কি Aug 14, 2025
img
সাদাপাথরে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার Aug 14, 2025
img
এবার শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, বন্ধ রয়েছে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ Aug 14, 2025
img
মাঝরাতে ফোনে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে স্বামী পলাতক Aug 14, 2025
img
মেডিকেল বিভাগকে উন্নত প্রশিক্ষণে বিদেশে পাঠাবে বিসিবি Aug 14, 2025
img
জাপানে বিকেএসপির দুর্দান্ত সূচনা Aug 14, 2025
img
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ Aug 14, 2025
img
গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান করল বাংলাদেশ Aug 14, 2025
img
‘পরম সুন্দরী’ ট্রেলারে রঙ আর সুরের মেলবন্ধনে মুগ্ধ দর্শকরা Aug 14, 2025
img
প্রথমবারের মত ফুটবলের মাঠে নামল এআই-চালিত মানবাকৃতির রোবট দল Aug 14, 2025
img
একজন উপদেষ্টাকে রাত ৪টায় বের হতে হয় চাঁদাবাজিতে : মঞ্জুরুল আলম পান্না Aug 14, 2025
img
দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা Aug 14, 2025
img
পিএসজি-টটেনহাম ম্যাচে উয়েফার নেতানিয়াহুর বিরোধী বার্তা Aug 14, 2025