আবুল বাশার একজন ভারতীয় বাঙ্গালী লেখক। তিনি ১৯৫১ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছ-বছর বয়সে সপরিবারে গ্রাম ত্যাগ করে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার টেকা গ্রামে বসবাস শুরু করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন। হিন্দি ভাষা সাহিত্যেও ডিপ্লোমা করেছেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও এক সময় চাকরি ছেড়ে বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন।
‘দেশ’ পত্রিকায় ছিলেন বেশ কিছুকাল। তার প্রথম কাব্যগ্রন্থ “জড় উপড়ানো ডালপালা ভাঙা আর এক ঋতু” প্রকাশিত হয় ১৯৭১ সালে। এছাড়া তার প্রথম মুদ্রিত গল্প- ‘মাটি ছেড়ে যায়’।
তিনি “ফুলবউ” উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ- পুরস্কার। ‘অগ্নিবলাকা’ উপন্যাসের জন্য পেয়েছেন ১৯৯৩-৯৪ সালে সাহিত্য-শিরোমনি পুরস্কার।
আবুল বাশারের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- স্পর্শের বাইরে সিমার, শেষ রূপকথা, ময়ূরী এবং ময়ূরী, রাজাবলি, মরুস্বর্গ, সুরের সাম্পান প্রভৃতি।
তার একটি উক্তি-
“প্রেম যুদ্ধের মতো নীতি মানে না।”