মেঘনার বালুমহাল ইজারা–কাণ্ডে বরিশালে বিএনপির ১২ নেতার পদ স্থগিত

বরিশালের মেঘনা নদীর একটি বালুমহালের ইজারা বাগাতে গিয়ে এক সেনাসদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ নেতার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। দলের গঠনতন্ত্র অনুযায়ী, ওই নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
 
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠি অভিযুক্ত নেতাদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আকন কুদ্দুসুর রহমান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু অভিযুক্তরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাই গঠনতন্ত্র অনুযায়ী লঘু শাস্তি দেওয়া হয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম, সহসভাপতি নূর হোসেন, সদস্য ইমরান খন্দকার, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ি, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বরিশালের হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মো. মনির হোসেন এবং যুবদলের মো. রুবেল ও মো. ফাহিম।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনাসদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার মতো সহিংস ও জবরদস্তিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আপনার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হলো।’

দলীয় সূত্র জানায়, গত ২৭ মার্চ বরিশালের ছয়টি বালুমহাল ইজারা দেওয়া হয়। এর মধ্যে হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনার একটি বালুমহাল নিয়ে দরপত্রে অংশ নেন কাজী আবদুল মতিন নামের এক ব্যক্তি। অভিযোগ আছে, ওই ইজারা পেতে বিএনপি-ঘনিষ্ঠ নেতাদের একটি অংশ চাপ সৃষ্টি করতে চাইলে মতিনের ভাতিজা সেনাসদস্য আবু জাফরকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মারধর করে অপহরণ করে নগরের নদীবন্দর-সংলগ্ন একটি আবাসিক হোটেলে আটকে রাখা হয়। পরে সেনাসদস্যরা অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় দেওয়ান মনির হোসেন, নূর হোসেন ও ইমরান খন্দকারকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার পর গত ২৪ মার্চ অভিযুক্ত ব্যক্তিদের তিন মাসের জন্য সাময়িকভাবে পদ স্থগিত করা হয়। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরীকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়। তাঁর জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এবার নতুন করে ছয় মাসের স্থগিতাদেশ দেওয়া হলো।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়’ May 23, 2025
img
আপনি ১৮ কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক May 23, 2025
img
মনে হয় কোয়েলের কোমরটা জড়িয়ে ধরি- স্টেজ শোয়ে সুমিত গঙ্গোপাধ্যায়ের মন্তব্য May 23, 2025
img
কন্নড় না বলার দায়ে তামান্নার বিপক্ষে ক্ষোভ, মুখ খুললেন কর্নাটকের মন্ত্রী May 23, 2025
img
আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে May 23, 2025
img
ঝড়ের কবলে ভারতীয় বিমান, আকাশসীমা ব্যবহারের অনুরোধ নাকচ করে দিল পাকিস্তান May 23, 2025
img
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, করে যাব: সেনাপ্রধান  May 23, 2025
img
আন্দামান-নিকোবরের আকাশসীমা বন্ধ: সম্ভাব্য মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে জারি হলো সতর্কতা May 23, 2025
img
জুলাইয়ের সকল লড়াকু শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে: উমামা ফাতেমা May 23, 2025
img
অসংখ্য গোলের ভিড়ে মেসির পছন্দ হেড দিয়ে করা সেই গোল! May 23, 2025
img
পদত্যাগ করলে ড. ইউনূস ব্যর্থ, সিদ্ধান্ত আত্মঘাতী : ফরহাদ মজহার May 23, 2025
img
রচনা ব্যানার্জী নিজেই ফাঁস করলেন তার গোপন দুর্বলতা May 23, 2025
img
মডেলিং ও ফটোসেশন নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস May 23, 2025
img
শপথ কেবল একটা ফরমালিটি: ইশরাক হোসেন May 23, 2025
img
‘ড. ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস-কনক’ May 23, 2025
img
চাঁদে পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ছে রাশিয়া-চীন May 23, 2025
img
আমরা ক্ষমতায় নেই, দায়িত্বে আছি : উপদেষ্টা রিজওয়ানা May 23, 2025
img
রানির জন্য সংসার ভাঙতে বসেছিল গোবিন্দর May 23, 2025
img
প্লে-অফের আগেই ভাঙন, পাঞ্জাব কিংসের দুই মালিকের বিরুদ্ধে মামলা প্রীতির! May 23, 2025
img
কৌশানীর জন্মদিনে বালি ভ্রমণ, প্রেম জমে উঠছে নীল সমুদ্রের তীরে May 23, 2025