খুলনার পাইকগাছায় দলের সুনাম ক্ষুণ্নের অভিযোগে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা মোড়লকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২২ মে) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। রাতেই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, গত কিছুদিন যাবত আপনার দ্বারা কয়েকটি ঘটনাবলী সংগঠিত হয়েছে যাহা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি নিজেকে সংশোধন করতে পারেননি।
এমতাবস্থায়, দলের ভাবমূর্তি রক্ষার্থে পাইকগাছা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ বলেন, দলে চাঁদাবাজ, দখলবাজ, দাঙ্গা সৃষ্টিকারীদের স্থান নেই। মোস্তফা মোড়লকে সংশোধনের জন্য গত ১৪ মে জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো। ক্ষমা চেয়ে জেলা বিএনপির নিকট নোটিশের জবাব দিলেও কার্যত নিজেকে সংশোধন না করে সাবেক পৌর প্যানেল মেয়র কবিতা দাশের বাড়িতে গিয়ে দলবল নিয়ে মারপিট করেন ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সংবাদ সম্মেলন করেন কবিতা দাশ। এ ঘটনায় এলাকায় দলের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনা জানাতে খুলনা জেলা বিএনপির সদস্য নবায়ন, প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নেতা গয়েশ্বর রায় ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুকে কবিতা দাশের ওপর মোস্তফা মোড়ল কর্তৃক নির্যাতন ও চাঁদাদাবির বিষয়টি জানান। তাৎক্ষণিক তিনি পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজকে ও যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকীকে ডেকে ঘটনা শুনেন।
পরে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে ডেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জয়ন্ত কুমার কুন্ডু। ঘটনার সত্যতা পেয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়লকে অব্যাহতি দেওয়া।
এ বিষয়ে অব্যাহতি প্রাপ্ত পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল বলেন, সরল বাজারে জোনাকি গ্রাম উন্নয়ন সমিতির অর্থ আত্মসাৎকরী আওয়ামী লীগের দোসর কবিতা রানী দাসের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে কেন্দ্র বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে মিথ্যাচার করা হয়। এ কারণে জেলা বিএনপি ব্যবস্থা নিয়েছে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম জানান, পাইকগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে আগেও কয়েকটি অভিযোগ রয়েছে। সর্বশেষ সাবেক প্যানেল মেয়র কবিতা রানী দাসের বাড়িতে যেয়ে মারপিট ও চাঁদাবির ঘটনা কেন্দ্র বিএনপির নেতাদের জানানো হয়। তাদের নির্দেশে জেলা বিএনপি মিটিং ডেকে মোস্তফা মোড়লকে অব্যাহতি প্রদান করে।
আরএ/টিএ