একটা ক্লিক, একটা ভিডিও—আর তাতেই বদলে যাচ্ছে জীবনের গতিপথ। ব্যক্তিগত গোপন ভিডিও ফাঁস হয়ে ছড়িয়ে পড়ছে শহরের অলিগলিতে। আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। সেই রহস্যময় প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র ‘নীলচক্র’।
২২ মে প্রকাশিত ট্রেইলার অনুযায়ী, এই সিনেমায় তুলে ধরা হয়েছে ব্লু ফিল্ম র্যাকেটকে ঘিরে গড়ে ওঠা এক অন্ধকার জগত। যেখানে ভিডিও ফাঁস হওয়ার অর্থ শুধু ব্যক্তিগত লজ্জা নয়, বরং একটি সমাজ কাঠামোর ভীত কেঁপে ওঠা।
ট্রেলারে দেখা যায়, একের পর এক ভিডিও ফাঁস হচ্ছে। কেউ একজন সেই ঘটনার পেছনের রহস্যভেদে নেমেছে। আর সেই তদন্তে সামনে আসছে এক অদৃশ্য চক্র—যার নাম নীলচক্র।
পরিচালক মিঠু খান বলেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে ঘিরে। সমাজে যে অপরাধগুলো নীরবে ঘটে চলেছে, তারই একটি প্রতিফলন ফুটে উঠেছে এই সিনেমায়। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে কাজ খুব একটা হয়নি।’
নীলচক্র-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।
চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। এটি প্রযোজনা করেছে ফিল্ম ফায়োস প্রোডাকশন এবং নিবেদন করেছে ফিল্ম লাইফ প্রোডাকশন।
চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, আমেরিকান ফিল্ম মার্কেট-এ। এবারের ঈদে এটি মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
আরিফিন শুভ নিজের ফেসবুকে সিনেমার ট্রেইলার শেয়ার করে লিখেছেন, “একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ...”
আরআর/টিএ