সম্পর্কের জটিল বন্ধনে ‘গৃহপ্রবেশ’, কোন কাহিনি উঠে আসবে পর্দায়?

আলতা রাঙা একটা পা দুধে আলতার থালায় পড়তে চলেছে। পোস্টারের এই ঝলক অনেক অর্থই বহন করে। এক নববধূর ‘গৃহপ্রবেশ’। যা শুধুই ‘গৃহপ্রবেশ’ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মেয়েটির অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক ভবিষ্যতের ভাবনা। কিন্তু যদি সেই স্বপ্নভঙ্গ হয়? তাহলে কী হবে বা হতে পারে, সেই সবকিছুই ‘গৃহপ্রবেশ’ ছবির টিজারে তুলে ধরা হয়েছে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির টিজারের ঝলক।

ছবিতে সেই নববধূর চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ির বউয়ের চরিত্রে তাকে মানিয়েছে বেশ। আর ঠিক সেভাবেই কিন্তু বাড়ির বউয়ের যা যা দায়িত্ব, সেই সবকিছুই পালন করে তার চরিত্রটি।

কিন্তু যার হাত ধরে ওই বাড়িতে তার আসা, কোনওদিন তার সঙ্গ পায়নি। যেন শুধুমাত্র দায়িত্ব পালনের জন্যই সে এসেছিল ওই বাড়িতে। তবে স্বামীর সঙ্গে একসঙ্গে থাকা না হলেও সম্পর্কের পিছুটান ছেড়ে বেরিয়ে যাওয়া যে সহজ নয়, তা যেন আরও একবার পরিষ্কার করল এই ছবির টিজার।

টিজারের শুরুতেই দেখা যাচ্ছে একটি ব্যাগ প্যাক করা হল। হয়তো সারাজীবনের স্মৃতিবন্দি হল ওই ব্যাগে। তারপরেই দেখা যাচ্ছে দুর্গাপুজোর আবহ। মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। আর তারই সঙ্গে প্রকট হচ্ছে ছবিতে শুভশ্রীর অপেক্ষা। বিয়ের পরদিন থেকেই তার স্বামীর জন্য অপেক্ষা শুরু হয়েছে। স্বামী বিয়ের পরেরদিনই তাকে শ্বশুরবাড়িতে একা রেখে চলে যায়। আর কোনও যোগাযোগ করেনি স্ত্রী-র সঙ্গে। অপেক্ষার প্রহর গোনা কি শেষ হবে এই ছবিতে শুভশ্রীর? তা তো ছবি মুক্তির পরেই বোঝা যাবে।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে পুরনো একটি বাড়ি। সেই বাড়ির সিংহদুয়ার খুলে যাচ্ছে আর তারপরই বাড়ির দেওয়ালে ফুটে উঠছে ছবির নাম। সেই সঙ্গেই জিতু, শুভশ্রীদের নামও দেখা যাচ্ছে। রয়েছে ছবির অন্যান্য অভিনেতা- অভিনেত্রীদের নামও।

ছবিতে শুভশ্রী, জিতুর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ প্রমুখ। ছবি মুক্তির সঠিকভাবে দিনক্ষণ না জানানো হলেও বলা হয়েছে ‘আর একমাসের অপেক্ষা’। সেখানেই বোঝা যাচ্ছে ছবি মুক্তি পেতে চলেছে এক মাস পরে।

২০২৪ সালের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনিও লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে সঙ্গীত পরিচালকও তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় প্রথম ছবি ‘কেদারা’ দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। বহু চলচ্চিত্র উৎসবে পুরস্কৃতও হয় ছবিটি।

পরবর্তীকালে তার পরিচালনায় ‘বিসমিল্লা’ ও ‘আগন্তুক’ও পছন্দ হয় দর্শকদের। অন্যদিকে একের পর এক প্রশংসনীয় কাজ উপহার দিয়ে চলেছেন শুভশ্রীও। তার এই ছবিটির জন্যও মুখিয়ে রয়েছে অভিনেত্রীর অনুরাগীরা। এই পোস্টারে ভালোবাসা উজাড় করে দিয়েছে তারা। এখন অপেক্ষা ছবি মুক্তির।

আরএম 


Share this news on:

সর্বশেষ

img
আমাদের সঙ্গে উদযাপন করার জন্য ফারিণ ও নিশো ভাইকে ধন্যবাদ: প্রীতম হাসান May 24, 2025
img
হবিগঞ্জে এনসিপির মতবিনিময় সভা May 24, 2025
img
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের May 24, 2025
img
'পর্দায় আমার সঙ্গে প্রসেনজিৎ থাকলে সব কিছু ভুলে যাই' May 24, 2025
img
'এখনও স্বামী মারা গেলে সব দোষ পড়ে মেয়েদের ঘাড়ে' May 24, 2025
img
যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন May 24, 2025
img
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার May 24, 2025
img
ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫৬ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ May 24, 2025
img
ভারতে আইফোন তৈরি নিয়ে অ্যাপলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের May 24, 2025
img
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি May 24, 2025
img
কখন কী হয়ে যায়, সবাই আতঙ্কের মধ্যে আছে : আসাদুজ্জামান রিপন May 24, 2025
img
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ May 24, 2025
img
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের May 24, 2025
img
সাবেক ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব : কারা অধিদপ্তর May 24, 2025
img
রাজধানীর যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ May 24, 2025
img
জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা May 24, 2025
img
ব্যক্তি-দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য সমুন্নত রাখার আহ্বান শিবিরের May 24, 2025
img
সংবাদ সম্মেলন ডাকল এনসিপি May 24, 2025
img
দিল্লী থেকে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে: এনসিপি নেতা শিশির May 24, 2025
img
পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই: ফয়জুল করীম May 24, 2025