সম্প্রতি মুক্তি পায় বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’ ছবির টিজার। এরপরই হৃতিক আর কিয়ারা-ভক্তদের মাঝে উন্মাদনা শুরু। তবে বিতর্ক দানা বেঁধেছে মুক্তির তারিখ নিয়ে! কেউ কেউ বলিউডের এই ছবিকে পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ঘিরে প্রশ্ন তুলছেন!
সামাজিকমাধ্যমের এক পোষ্টে হৃতিক রোশন জানিয়েছিলেন, ২০ মে আসতে চলেছে একটি বিশাল ধামাকা। যেহেতু ২০ তারিখ জুনিয়র এনটিআরের জন্মদিন ছিল, তাই ভক্তদের বুঝতে বাকি ছিল না যে ওয়ার-২ ছবির টিজার মুক্তির কথাই বলতে চেয়েছেন ‘কাহো না প্যায়ার হ্যায়’ অভিনেতা।
হৃতিকের কথামতো ২০ মে মুক্তি পায় ছবিটির টিজার। টিজারে হৃতিক ও জুনিয়র এনটিআরের অসাধারণ অ্যাকশন মুগ্ধ করেছে দর্শকদের। শুধু তাই নয়, কিয়ারা আদবানির লুকেও মোহিত করেছে অনুরাগীদের। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু টিজারে মুক্তির তারিখ ঘোষণা করা ঠিক আগের মুহূর্তে যে লেখাটি দেখা গেছে সেটি হলো, ‘১৪ আগস্ট’। অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবস।
তারপরই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন যে, সিনেমার পরিচালক অয়ন মুখার্জি কি ভুলে গেছেন সেটা পাকিস্তানের স্বাধীনতা দিবস? এমন হাজার মন্তব্য উড়ে আসে হৃতিকের শেয়ার করা টিজারের মন্তব্যঘরে।
এ নিয়ে এখনও অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরিচালকের পক্ষ থেকে। সব ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ওয়ার-২। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রদর্শিত হবে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
আরআর/টিএ