নথি অনুযায়ী বয়স ৪০। অথচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাবি, তাঁর বয়স নাকি এখন ২৯! আরও ১০ বছর খেলতে চান বলেও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। সিআর সেভেন নিজের বয়স কেন ১১ বছর কমিয়ে বললেন, তা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে ফুটবলমহলে।
রোনাল্ডো বয়স কমিয়ে বলেননি। জন্মদিন অনুযায়ী তাঁর বয়স ৪০। এর মধ্যে কোনও ভুল নেই। আসলে তাঁর ফিটনেস ২৯ বছর বয়সী যুবকের মতো। এক সাক্ষাৎকারে রোনাল্ডো নিজের ‘বায়োলজিক্যাল এজ’ জানিয়েছেন। আমেরিকার প্রযুক্তিগত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘হুপ’ কথা বলেছে রোনাল্ডোর সঙ্গে। সংস্থাটি ‘ফিটনেস ট্র্যাকার’ তৈরিতে বিশেষ দক্ষ। বিভিন্ন যন্ত্রের সাহায্যে স্বাস্থ্যের নানা দিক বিশ্লেষণ করে তারা। সংস্থাটির বাণিজ্যিক দূত রোনাল্ডো।
বিভিন্ন মাপকাঠিতে সিআর সেভেনের শারীরিক সক্ষমতা যাচাই করেছে সংস্থাটি। তাতে তাঁর ‘বায়োলজিক্যাল এজ’ হয়েছে ২৮.৯ বছর। অর্থাৎ মানসিক এবং শারীরিক সক্ষমতার নিরিখে ৪০ বছরের রোনাল্ডো প্রায় ২৯ বছর বয়সী যে কোনও যুবকের সমতুল। তা নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘‘২৮.৯! এতটা ভাল ফল বিশ্বাসই হচ্ছে না। আমার ভক্তেরা শুনলে নিশ্চই খুশি হবেন, আমি আরও ১০ বছর ফুটবল খেলতে পারব।’’ রোনাল্ডোর শরীরিক বয়স তাঁর আসল বয়সের থেকে ১১ বছর কম।
রোনান্ডো কি সত্যিই ৫০ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলবেন? এ নিয়ে কোনও মন্তব্য করেননি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। প্রথম থেকেই রোনাল্ডো ‘ফিটনেস ফ্রিক’। নিজেকে সব সময় ফিটনেসের তুঙ্গে রাখতে পছন্দ করেন। নানা শারীরিক কসরতের পাশাপাশি খাবার নিয়েও অত্যন্ত সচেতন রোনাল্ডো। নির্দিষ্ট খাদ্যতালিকার বাইরে কোনও কিছু মুখে তোলেন না। সপ্তাহে পাঁচ দিন চার ঘণ্টা করে জিম করেন। সারা বছর এই নিয়ম মেনে চলেন। নিয়মিত করেন বিভিন্ন রকম ট্রেনিংও। তাঁর দীর্ঘ সাধনার ফল ‘বায়োলজিক্যাল এজ’ ২৮.৯ বছর।
টিকে/টিএ