ভারত-পাকিস্তান উভয়ই বাড়াল বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ

পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতের পর চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনও বিমান প্রবেশ করতে পারবে না।

এদিকে, পাকিস্তানের এমন ঘোষণার পর ভারকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।

প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চরম অবনতির পর গত মাসে আকাশসীমা ব্যবহারের ওপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে; যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার ঘটনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত-সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান।

কাশ্মিরে হামলার ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ মে উভয় দেশ এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।

এফপি/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
কর্মবিরতিতে অচল এনবিআর, বিজিবি-পুলিশ মোতায়েন May 25, 2025
img
তিন উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে: দুদু May 25, 2025
img
সরফরাজকে দরজা ভাঙার পরামর্শ দিলেন গাভাস্কার May 25, 2025
মানিলন্ডা'রিং মা'ম'লায় যুবলীগ নেত্রী পাপিয়ার সাজা, বাকিরা খালাস May 25, 2025
ইউনূস চুপ্পু ইস্যূতে আগুনে ঘি ঢাললেন দুদু May 25, 2025
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন - প্রেস সচিব May 25, 2025
img
২০০৯ সালের পর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো আরব আমিরাত May 25, 2025
img
ডি ব্রুইনার সিটি অধ্যায়ের ইতি, শুরু নাপোলিতে! May 25, 2025
দেশ ছাড়তে ম'রি'য়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা May 25, 2025
জয়ার চোখে নতুন শাকিব খান তাণ্ডব নিয়ে যা জানালেন May 25, 2025
img
ড. ইউনূসের পদত্যাগের ঘোষণার দৃশ্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার May 25, 2025
img
বিয়ে বাড়িতে কড়া নিরাপত্তায় সালমান May 25, 2025
img
গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ May 25, 2025
img
ঈদের আগে ৫ জুন সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম May 25, 2025
img
অনৈতিক কনটেন্ট ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ, মুখ খুললেন লায়লা May 25, 2025
img
আনচেলত্তি ব্রাজিল যাচ্ছেন, শিগগিরই স্কোয়াড ঘোষণা May 25, 2025
img
ফের সমালোচনার মুখে জাহ্নবী May 25, 2025
img
প্রকাশিত হলো লিগের সময়সূচি, শুরু হচ্ছে হামজাদের ক্যাম্প May 25, 2025
img
অর্থনৈতিক সংস্কার শেষে নতুন উচ্চতায় উঠবে শেয়ারবাজার:প্রেস সচিব May 25, 2025
img
তীব্র গরমেও শাড়ি পরা হতে পারে আরামদায়ক, রইল কিছু সহজ টিপস May 25, 2025