মহানগর-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক- ওটিটিতে দর্শকদের মনে এসকল চরিত্রে দাগ কেটেছেন অভিনেতা মোশারফ করিম। এবার আসছে মোশাররফের নতুন ধামাকা! হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। ইতোমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ্যে। আর তা দেখে দর্শকদের বুঝতে বাকি নেই সিরিজটি কতটা জমিয়ে দেবেন মোশারফ করিম।
পোস্টার ও ট্রেলার প্রকাশ্যে আসার পরই আলোচনায় চলে এসেছে ‘বোহেমিয়ান ঘোড়া’। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। সিরিজটির মূখ্য চরিত্র তথা ট্রাক চালক আব্বাসের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম।
প্রায় আড়াই মিনিটের সেই ট্রেলারে উঠে এসেছে, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।
ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করে বিপদে পড়েন আব্বাস। এরপরই নেমে আসে ঘোর বিপদ! কিন্তু সে পরিস্থিতি কাটিয়ে আব্বাস মুক্তি পায় কি না, সেসব উত্তর মিলবে অতি শীঘ্রই।
সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী— রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ। সেই সাথে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।
জানা গেছে, আগামী ৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই তে মুক্তি পেতে যাচ্ছে ‘বোহেমিয়ান ঘোড়া’।
এসএন