গান-নাচে মোহামেডানের শিরোপা উদযাপন

দুই দশক পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে খুশি মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলারদের বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা, পাশাপাশি সমর্থক ও খেলোয়াড়দের জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ। যদিও স্থানীয় ফুটবলারদের বকেয়া বেতন এখনো মেটানো হয়নি। ক্লাবের ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আগামী ১ জুনের মধ্যেই বেতন পরিশোধ করা হবে।

এদিকে ক্লাব প্রাঙ্গণে উৎসবের প্রস্তুতি চলছে চূড়ান্তভাবে। আলোয় সেজেছে মোহামেডান ক্লাব, চ্যাম্পিয়নদের বরণ করতে যেন প্রস্তুত পুরো আয়োজন। ইতোমধ্যেই ট্রফি নিয়ে কুমিল্লা থেকে রওনা দিয়েছে সাদা-কালো শিবির।

টিম বাস ক্লাব আঙ্গিনায় ঢুকতেই উল্লাসে মেতে ওঠেন সাদা- কালো সমর্থকরা। সোনালী ট্রফি হাতে বাস থেকে সবার আগে নামেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। যে ট্রফির জন্য দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করেছে মতিঝিল পাড়ার ক্লাবটি।

মোহামেডান ক্লাবে ততক্ষণে উপস্থিত হয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও কর্মকর্তারা। ফুলের মালা দিয়ে খেলোয়াড়দের বরণ করে নেন ক্লাবটির ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। এরপরই ফুটবলারদের সঙ্গে নিয়ে কেক কাটেন মোহামেডান কর্মকর্তারা। এরপরই নেচে গেয়ে শিরোপা উদযাপন করলেন ফুটবলাররা।

তবে এমন দিনেও কিছুটা বিষন্ন দেখা গেছে মোহামেডানের কিছু লোকাল ফুটবলারদের। এখনো পাওনা বকেয়া বুঝে পাননি তারা। তবে ঈদের আগেই তা পরিশোধের আশ্বাস মোহামেডানের ফুটবল কমিটি প্রধানের। সেই সঙ্গে শিরোপা জেতায় থাকছে বোনাসও।

মোহামেডান ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়ে রেখেছি, শেষ খেলার পরে বোনাস দেব। ওদের বেতন বকেয়া আছে, কারও এক মাস, কারও দুই মাস। ১ বা ২ জুন পরিশোধ করব। যারা লোকাল খেলোয়াড় ও কর্মকর্তা আছে, তারা ঈদের আগে পারিশ্রমিক এবং চ্যাম্পিয়নশিপের বোনাস একসঙ্গে নিয়ে ঈদ করতে যাবে।’

এদিকে ক্লাবকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বসিত মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

তিনি বলেন, ‘এই ক্লাবের আসার পর থেকে আমার স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগের শিরোপা জেতা। আজ এই ট্রফি হাতে পেয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে মোহামেডানের সমর্থকদের। তারা অসাধারণ। এই শিরোপা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’

শিরোপা জেতায় দায়িত্ব বেড়েছে মোহামেডানের। আসন্ন মৌসুমে শিরোপা ধরে রাখার পরিকল্পনা করছে সাদা-কালোরা।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১ May 24, 2025
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস May 24, 2025
img
ঢাকায় সালাউদ্দিন, সাফের একাধিক সিদ্ধান্ত কাঠমান্ডুতে May 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু May 24, 2025
img
আমিরকে চুমু, শুটিংয়েই বসে ছিলেন কারিশমার মা May 24, 2025
টাকা কি অনর্থের মূল | ইসলামিক জ্ঞান May 24, 2025
পুনম পাণ্ডে ও ইমরান হাশমির চুম্বন কাণ্ড: সত্য নাকি সাজানো? May 24, 2025
img
বিএনপি ও জামায়াতের পর এনসিপির সঙ্গেও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা May 24, 2025
গ্ল্যামার ছেড়ে রাজনীতির ময়দানে চোখ জাহ্নবীর | May 24, 2025
ক্রিকেট খেলায় পার্সোনাল কোন লক্ষ্য থাকতে পারে না; অধিনায়ক সোহান May 24, 2025
img
বিএনপির প্রতিনিধিদল যমুনার পথে May 24, 2025
অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকবে না কত বছর থাকবে এটা তাদের বিষয়: আখতার May 24, 2025
সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ সব একসঙ্গে চায় এনসিপি May 24, 2025
সরকার ৫ বছর থাকুক আমরা চাই না May 24, 2025
img
ভারতের সঙ্গে চুক্তি স্থগিতের পর পাকিস্তান দ্রুত জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে May 24, 2025
‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি থাকছেন’ May 24, 2025
চাপে ফেলবে না সহনশীল হবে, ইউনূসকে নিয়ে বিএনপির মতবিরোধ May 24, 2025
img
হজযাত্রীদের জন্য চালু হয়েছে সরকারি অ্যাপ ‘লাব্বাইক’ May 24, 2025
সিগন্যাল দিলেই সবাই দেশে ঢুকে যাব: ইলিয়াস May 24, 2025
img
‘চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’ May 24, 2025