নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। তবে সেটা পারেনি তারা। জিততে না পারলেও এবার ড্র করেছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সেখানে তিনি বলছিলেন, 'কাগজ-কলম দিয়ে ক্রিকেট হয় না। মাঠের অভিজ্ঞতা এবং মাঠে আমরা পরিকল্পনাগুলো কীভাবে কাজে লাগাচ্ছি সেটা জরুরি। নিউজিল্যান্ড ভালো দল, ওদের এই দলে আন্তর্জাতিক অনেকগুলো খেলোয়াড় আছে।'
'তবে সত্যি বলতে আমরা ওয়ানডে ম্যাচ ভালো খেলেছি, মিরপুরের এই ম্যাচেও আমরা জেতার জন্য নেমেছিলাম। সিলেটের টেস্টটা যদি আপনারা খেয়াল করে থাকেন, আমরা ৮-৯টা সেশন এগিয়ে ছিলাম, শেষ ১ টা সেশনে আমরা মোমেন্টাম হারাই, তাতেই হেরেছি। নইলে ফলাফল অন্যরকম হতে পারত।'-যোগ করেন তিনি।
অধিনায়কত্ব নিয়ে সোহান বলছিলেন, 'এ' দলের অধিনায়ক হওয়ার বিষয়টা যখন জানতে পারি তখন খেলোয়াড়দের নিয়ে একটা সভা করেছিলাম। আমাদের এই সংস্কৃতিটাই পরিবর্তন করা উচিত যে আমরা 'এ' দলে আসলাম, আমি অনেকদিন জাতীয় দলের বাইরে আছি বা অনেকেই জাতীয় দলের বাইরে আছে। বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানেই খেলেন না কেন, আমি মনে করি এটা দলগত খেলা।'
'এখানে ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকতে পারে না। এটা নিয়েই আমরা কথা বলেছি, কে বাইরে আছি বা কে দলে ব্যাক করব, এটা নিয়ে যাতে আমরা না ভাবি। বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলছি। আমরা বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছি, আমরা যেন জেতার জন্য খেলি এবং দলের যেটা দরকার সেটা নিয়েই যেন ভাবি। আমাদের ড্রেসিংরুমে ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে আলোচনা ছিল না। কারণ এই সংস্কৃতিটাই আমরা পরিবর্তন করতে চাই। যখনই কথা হয়েছে তখনই কথা হয়েছে কীভাবে দলকে জয় এনে দেয়া যায় সেই বিষয়ে।'-যোগ করেন তিনি।
টিকে/এসএন