ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভিডব্লিউবি (ভিজিএফ) কার্ড করে দেওয়ার নামে ৩ হাজার টাকা দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য পরিচয়ধারী কায়েস আলী সুজন। এমন একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওতে কায়েস আলী সুজনকে জুনাইদ আল ফুয়াদ নামে একজনের কাছে ভিডব্লিউবি কার্ড করে দেওয়ার বিনিময়ে ৩ হাজার টাকা দাবি করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ওই টাকা থেকে ৫০০ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিএ (অফিস সহকারী) মোজাম্মেল হকের মাধ্যমে ইউএনওকে দিতে হবে।
জুনাইদ আল ফুয়াদ বলেন, কায়েসের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। সে ভিডব্লিউবি কার্ড করে দেওয়ার নামে ৩ হাজার টাকা দাবি করেছে। তবে এই কলরেকর্ড কীভাবে ভাইরাল হলো, তা জানা নেই। কায়েস আলী সুজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘এনসিপির সুনাম নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এসব করছে।’
উপজেলায় এনসিপির দায়িত্বপ্রাপ্ত সংগঠক আনোয়ারুল হক বলেন, ‘এনসিপির এখানে কোনো লিখিত কমিটি নেই। আমাকে মৌখিকভাবে সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আমাদের কমিটির কেউ না হলেও কিছু কার্যক্রমে সহযোগিতা করতেন। অডিও রেকর্ডের বিষয়টির পর তাকে মৌখিকভাবে বহিষ্কার করেছি। জেলায় মিটিং রয়েছে, সেখানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ‘ভিডব্লিউবির আওতায় উপকারভোগী চূড়ান্ত তালিকা স্বচ্ছতার ভিত্তিতে লটারি পদ্ধতিতে নির্ধারণ করা হবে। কেউ যদি উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরআর