সিন্ধু চুক্তি স্থগিত: জাতিসংঘে ভারতের বিরুদ্ধে পাকিস্তান

টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় উভয় দেশের সম্পর্কে এখনও উত্তাপ বজায় রয়েছে এবং উভয় দেশই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত মন্তব্য করছে। এমন অবস্থায় পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান।

দেশটি বলেছে, ভারতের পানিবিষয়ক পদক্ষেপে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ। এমনকি এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হিসেবেও উল্লেখ করে ইসলামাবাদ। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ২৪ কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে বলে জাতিসংঘকে সতর্ক করেছে পাকিস্তান।

গত শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে ‘সশস্ত্র সংঘাতে পানিসম্পদ সুরক্ষা’ বিষয়ে আয়োজিত এক বৈঠকে পাকিস্তান এই উদ্বেগ জানায়। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন এমন পদক্ষেপ মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে না ঠেলে দেয়, সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া হয়।

জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, “এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, চুক্তির আইন এবং রীতিনীতিভিত্তিক আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

তিনি বলেন, “আমরা ভারতের এই বেআইনি ঘোষণা — সিন্ধু চুক্তিকে কার্যত স্থগিত করার — তীব্র নিন্দা করছি। আমরা ভারতের কাছে জোর দাবি জানাই, তারা যেন আইনি বাধ্যবাধকতা মেনে চলে এবং পাকিস্তানের জন্য জীবনরেখাসম এই নদীগুলোর পানির প্রবাহ থামানো, ঘুরিয়ে দেওয়া বা বাধা দেওয়ার মতো কোনও পদক্ষেপ না নেয়। পাকিস্তান এ ধরনের কোনও পদক্ষেপ কখনোই মেনে নেবে না।”

তিনি আরও উল্লেখ করেন, ভারতের শীর্ষ নেতৃত্বের কিছু মন্তব্য উদ্বেগজনক। উদাহরণস্বরূপ, ‘পাকিস্তানিদের না খাইয়ে মারার’ মতো মন্তব্য ‘বিকৃত ও বিপজ্জনক মানসিকতা’র পরিচায়ক।

এছাড়া জাতিসংঘের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে পাকিস্তান বিশ্বজুড়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে, যাতে কোনো দেশ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে।

উসমান জাদুন নিরাপত্তা পরিষদকে এই ইস্যুতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত এমন পরিস্থিতিগুলোর ওপর নজর রাখা, যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা বিপন্ন হতে পারে বা মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।”

মূলত পাকিস্তানের এদিনের বক্তব্যে তিনটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়। সেগুলো হচ্ছে— আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, পানি সম্পদ বা এর পরিকাঠামোতে আক্রমণ নিষিদ্ধ এবং পানি সরবরাহ বন্ধ করা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। সব পক্ষকে এমন সব পদক্ষেপ এড়িয়ে চলতে হবে, যা মানবিক বিপর্যয় ঘটাতে পারে। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করাটা গ্রহণযোগ্য নয় এবং এর ফলে অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরি হয়।

উসমান জাদুন বলেন, “এটা দুঃখজনক যে— একটি দেশ পানিকে এখন কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।”

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে হেনস্তার শিকার গায়িকা সোফি May 25, 2025
img
৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না,প্রধান উপদেষ্টাকে দুদু May 25, 2025
img
বাংলাদেশে সামরিক অবকাঠামো গড়তে চায় চীন — দাবি যুক্তরাষ্ট্রের May 25, 2025
‘কোমর শক্ত করুন’, কাকে বললেন জামায়াত আমির? May 25, 2025
‘প্রতিটা গ্রাম শাহবাগ করে ফেলবে বিএনপির সৈনিকরা’ May 25, 2025
img
দুই বছর পর নতুন ধারায় বাজেট প্রণয়ন করা সম্ভব : পরিকল্পনা উপদেষ্টা May 25, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক সম্পন্ন May 25, 2025
img
নির্বাচন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয় : জামায়াত আমির May 25, 2025
‘পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর’ May 25, 2025
ড. ইউনুস যা করতে পারবে অন্য কেউ তা পারবে না’ May 25, 2025
img
পরিবর্তনের মিছিল নিয়ে ছুটছেন হাসনাত May 25, 2025
img
শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি, এন্ট্রি করিয়েছি : ইশরাক হোসেন May 25, 2025
img
আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য খুবই গর্বিত : প্রীতি জিনতা May 25, 2025
নিরপেক্ষঅন্তর্বর্তীসরকার চান: রিজভী May 25, 2025
img
শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে : বিটিএমএ সভাপতি May 25, 2025
img
ঈদকে সামনে রেখে গতি বেড়েছে রেমিট্যান্সে,২৪ দিনে এলো ২২৫ কোটি ডলার May 25, 2025
img
মধ্যনগরে মাদরাসা সুপারের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ May 25, 2025
img
ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস May 25, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : যমুনায় বিভিন্ন সংগঠনের নেতারা May 25, 2025
‘অবৈধ কালো আইন মানব না’ স্লোগানে উত্তাল সচিবালয় May 25, 2025