চট্টগ্রামে ওয়াইফাই সংযোগের বিরোধে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় ওয়াইফাই সংযোগের বিরোধ নিয়ে ছুরিকাঘাতে আবুল কালাম (২৫) নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে নগরীর আমিন কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম আমিন কলোনী এলাকায় মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। বায়েজিদ আমিন কলোনিতে ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত কালামকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বলেন, মঙ্গলবার রাতে ওয়াইফাই ব্যবহার নিয়ে কালামের পাশের সেলাই মেশিন মেরামতের দোকানি মামুনের সাথে ঝগড়া হয়। এর জের ধরে সকালে মামুনের বন্ধুবান্ধবরা কালামকে মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করে।

 

টাইমস/এইচইউ

Share this news on: