রীনা ও কিরণের সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষের পর বলিউড হিরো আমির খানের জীবনে এসেছে নতুন প্রেম। এখন গৌরীকে ছাড়া আর সেভাবে দেখাই যায় না আমিরকে। সম্প্রতি বেশ কয়েকবার পাপ্পারাজ্জির ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে বি-টাউনের নতুন লাভবার্ডদের। কিন্তু এবার আমিরকে ছাড়া একা বেরিয়ে যেন পড়লেন বিপদে! ছবিশিকারীদের সামনে পড়েছিলেন তিনি। যদিও তা এড়ায়ে সুকৌশল অবলম্বন করেন তিনি।
আমিরকে ছাড়া একেবারে একলা ছবিশিকারীদের সামনে গৌরী। তবে সুকৌশলে এড়ালেন তাদের।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে একেবার ক্যাজুয়াল পোশাকে মুম্বাইয়ের রাস্তায় হাঁটছেন গৌরী। তবে পাপ্পারাজ্জির নজর এড়ায়নি। যেই না তাঁকে ক্যামেরাবন্দি করতে যাবেন, তখনই পিছু ফিরলেন আমিরের প্রেমিকা। সম্ভবত ঘুরপথেই তারপর গন্তব্য পৌঁছান।
তবে এই প্রথমবার নয়। এর আগে গত সপ্তাহে মুম্বাই বিমানবন্দরে আমিরকে ছাড়াই দেখা যায় গৌরীকে। সেদিন আমিরকেই বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন গৌরী। আমির অবশ্য কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। পাপ্পারাজ্জির নজর এড়াতে তখন গাড়ির ভেতরে বসেছিলেন।
সকলেরই প্রায় জানা, গৌরী ব্যাঙ্গালুরুর বাসিন্দা। এক সন্তানের মা। আমিরের সঙ্গে তার বন্ধুত্বের বয়স কমপক্ষে পঁচিশ বছর। ভালো বন্ধু হলেও ‘দিল চাহাতা হ্যায়’ এবং ‘লাগান’ ছবি দুটি দেখেছেন গৌরী। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের তাদের যোগাযোগ শুরু। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া। আমিরের মনে হয়, গৌরীর সঙ্গেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব।
এসএন