‘হেরা ফেরি ৩’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবি থেকে হঠাৎই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন পরেশ রাওয়াল। তার পরেই দীর্ঘ দিনের সহ-অভিনেতার বিরুদ্ধে মামলা করে বসেন ছবির প্রযোজক অক্ষয় কুমার। দাবি করেন বিরাট অঙ্কের ক্ষতিপূরণ। সব মিলিয়ে আলোচনা ছিল তুঙ্গে।
গত ৩২ বছর ধরে একসঙ্গে তাঁদের বড় পর্দায় দেখেছেন দর্শক। টাকার জন্য এই বন্ধুত্বে চি়ড় ধরবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। কিন্তু প্রচারঝলকের কিছু অংশের শুটিং করে পারিশ্রমিক নেওয়ার পর পরেশের এই সিদ্ধান্তে বিরক্ত অক্ষয় ও তাঁর প্রযোজনা সংস্থা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অক্ষয়। বহু বছরের সম্পর্ক তাঁদের। এই খবর জানার পর অক্ষয়-অনুরাগীরা রীতিমতো প্রকাশ্যেই পরেশের বিরুদ্ধে স্বর চড়িয়েছেন। এক অনুরাগী মন্তব্যই করে বসেন, “পরেশ খুবই বোকা।” এ মন্তব্য একেবারেই পছন্দ হয়নি অক্ষয়ের।
এত কিছুর পরেও বন্ধুর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন বলিউডের ‘মিস্টার খিলাড়ি’। ‘হাউসফুল ৫’-এর প্রচারঝলকের অনুষ্ঠানে পরেশ-বিরোধী মন্তব্য শুনে অক্ষয় বলেন, “ওঁর সম্পর্কে কোনও খারাপ মন্তব্য আমি শুনতে চাই না।
৩২ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। পরেশ আমার খুব ভাল বন্ধু। প্রতিভাবান অভিনেতা। সুতরাং ওঁর সম্পর্কে আমি কোনও মন্তব্য করতে চাই না। আর এটা সঠিক মঞ্চও নয় এই বিষয় নিয়ে কথা বলার।”
‘হেরা ফেরি ৩’-এ বাবুরাও-কে আর দেখা যাবে না, এটা ভেবেই মন খারাপ সকলের। কেন ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পরেশ? অভিনেতার আইনজীবীর দাবি, এই ছবির কোনও চিত্রনাট্যই ছিল না। ছবিতে তাঁর চরিত্র ঠিক কেমন হবে তা বুঝতে পারছিলেন না অভিনেতা। সেই জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে প্রচারঝলকের শুটিংয়ের সময় পারিশ্রমিক হিসাবে ১১ লক্ষ টাকা নিয়েছিলেন পরেশ। পরে যদিও সুদ-সহ সেই টাকা ফেরত দিয়েছেন অভিনেতা।
টিকে/টিএ