সৌদি আরব মদের ওপর থাকা ৭৩ বছরের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আগামী বছর থেকে ৬০০ স্থানে মদ বিক্রির পরিকল্পনা করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। তবে সোমবার (২৬ মে) দেশটির এক কর্মকর্তা এ তথ্য অস্বীকার করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপ উপলক্ষ্যে ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ফাইভ স্টার হোটেল, টুরিস্ট স্পটসহ অন্তত ৬০০টি জায়গায় ২০২৬ সাল থেকে মদ বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে সৌদির সরকার।
এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কারণ সৌদি হলো ইসলামের জন্মস্থান। যেখানে মদ কঠোরভাবে নিষিদ্ধ। আবার সৌদির বাদশাহ ইসলামের দুই পবিত্র স্থান মসজিদে নববী ও কাবা শরীফের অভিভাবক।
বিষয়টি অস্বীকার করে সৌদির কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে মদ বিষয়ক একটি ব্লগে এ বিষয়টি প্রথম জানানো হয়। এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে। কিন্তু এতে কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি।
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর দেশটির কূটনীতি পাড়াতে মদের দোকান খোলা হয়। যেখানে অমুসলিম দেশগুলোর কূটনীতিকরা চাইলে মদ কিনতে পারেন।
তাই নতুন ৬০০ স্থানে মদ বিক্রির যে তথ্য বেরিয়েছে সেটি অনেকে বিশ্বাস করেন। তবে নাম প্রকাশ না করে সৌদির ওই কর্মকর্তা বলেছেন, তারা এমন কোনো উদ্যোগ নেননি।
সূত্র: রয়টার্স
টিকে/টিএ