ডিজাইনে বৈচিত্র্য না আনতে পারলে বাংলাদেশের পোশাক খাত পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আমাদের গার্মেন্টস শিল্পে আধুনিক ও সৃজনশীল ফ্যাশন ডিজাইনের বিকল্প নেই, বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৬ মে) প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, বর্তমান বিশ্বে পোশাক খাত কেবল উৎপাদন নির্ভর নয়, এটি নান্দনিকতা ও বৈচিত্র্যের উপরও নির্ভর করে। তোমাদের ডিজাইন হতে হবে আন্তর্জাতিক মানের—যা শুধু রপ্তানি বাড়াবে না, কর্মসংস্থানও সৃষ্টি করবে। এমন নতুনত্ব আনতে হবে, যা বিশ্ববাজারে আমাদের ব্র্যান্ড হিসেবে পরিচিত করবে।
তিনি আরো বলেন, ৩০ বছর আগে আমি ভারতের বেঙ্গালুরুতে পড়তে গিয়ে এই বিভাগের গুরুত্ব ও সম্ভাবনা উপলব্ধি করি। আজ তোমরা বাংলাদেশেই এমন বিভাগে পড়ার সুযোগ পাচ্ছো—এটি সৌভাগ্যের। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, ভালোভাবে পড়াশোনা করে এমন ডিজাইন তৈরি করতে হবে যা দেশ-বিদেশে তাক লাগিয়ে দেবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন হচ্ছে একটি আধুনিক শিল্পমাধ্যম। এই মাধ্যমে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এটা এমন একটা মাধ্যম, যা কোলাবরেশন ছাড়া এগোতে পারে না। সেজন্য দেশের গার্মেন্টস শিল্পগোষ্ঠীগুলোর সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেলিম রহমান, হালদা গ্রুপের চেয়ারম্যান সারওয়ার আলমগীর এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
আরএ/টিএ