কারিগরি শিক্ষার মানোন্নয়নসহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনে যুক্ত হয়েছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হয়। শেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে গেছেন। তারা জানিয়েছেন, ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিতে আর না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।
সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে সচিবের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইডিইবি নেতারা অংশ নেন।
এসময় সচিব বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবির আলোকে ইতোমধ্যে একটি ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৪ দফা বৈঠক করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি। তাদের অধিকাংশ দাবিই পূরণ করা হয়েছে।
এসময় বৈঠকে উপস্থিত শিক্ষার্থী শাহজালাল আহমেদ বলেন, আমরা সচিব স্যারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি। আমাদের দাবি পূরণে যে আন্তরিকতা তিনি দেখিয়েছেন, তাতে আমরা আশাবাদী। এখন আমরা ক্লাসে ফিরেছি।
এই শিক্ষার্থী আরও বলেন, জনদুর্ভোগ তৈরি হতে পারে ভবিষ্যতে আমরা এমন কোনো কর্মসূচিতে যাবো না।
তবে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে নাকি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান তিনি।
আরএ/টিএ