বিশ্বনেতা বলে কি বউয়ের রাগ থেকে রেহাই মেলে? উত্তরটা যেন স্পষ্ট হয়ে গেল ইমানুয়েল ম্যাক্রোঁর নতুন এক ভিডিও দেখে। সম্প্রতি ভিয়েতনামে সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বিমান থেকে নামার সময় স্ত্রীর ‘একটা ঝাড়’ খেয়ে গুঁতো খেয়েছেন— এমন দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়, আর তা এখন সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে!
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান থেকে নেমে দরজার মুখে দাঁড়ানো ম্যাক্রোঁ। হঠাৎ লাল পোশাক পরিহিত এক নারী দ্রুত এগিয়ে এসে প্রেসিডেন্টের মুখের দিকে হাত তোলেন— যেন হালকা ধাক্কা বা থাপ্পড়ের মতো কিছু। মুহূর্তেই বোঝা যায়, তিনি আর কেউ নন, ব্রিজিট ম্যাক্রোঁ— প্রেসিডেন্টের স্ত্রী।
সঙ্গে সঙ্গে কিছুটা অপ্রস্তুত ম্যাক্রোঁ ফিরে যান বিমানের ভেতরে। কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসেন, ক্যামেরার দিকে হাত নাড়ে হেসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবু চোখে-মুখে সেই 'বউয়ের ধমক খাওয়া' মানুষের চিরচেনা হতভম্ব ভাবটা ফুটে উঠেছে স্পষ্ট!
তবে নাটক এখানেই শেষ নয়। সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রোঁ স্ত্রী ব্রিজিটের হাত ধরার চেষ্টা করলেও তিনি তা সরিয়ে হ্যান্ডরেল ধরেন— মুহূর্তটি আবারও ধরা পড়ে অসংখ্য ক্যামেরায়। সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় আলোচনা, ট্রল, মিম আর হাসির ঝড়।
প্রথমে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্যালেস পুরো ঘটনাকে 'ভুয়া' বলে দাবি করে। কিন্তু পরে ফরাসি গণমাধ্যম নিশ্চিত করে— হ্যাঁ, ভিডিওটি আসল। আরও জানা যায়, ওই সময় ম্যাক্রোঁ ও ব্রিজিটের মধ্যে ‘সামান্য ঝগড়া’ হয়েছিল, তবে কেউ আহত হননি।
একজন ঘনিষ্ঠ সহযোগী জানান, “ওরা আসলে মজা করছিল।” আরেক কর্মকর্তা বলেন, “ওটা ছিল দুজনের ব্যক্তিগত মুহূর্ত, দয়া করে বেশি কিছু ভাববেন না।”
ভাবি বা না ভাবি, দর্শকরা কিন্তু ইতোমধ্যে অনেক কিছু ভেবে ফেলেছে! নেটদুনিয়ায় চলছে ঠাট্টা-তামাশার উৎসব— কেউ লিখছেন, “মহিলারা যা পারেন, তা পারমাণবিক বোমাও পারে না!” আবার কেউ বলছেন, “ভিয়েতনামের মাটিতে যুদ্ধ তো আগেই থেমেছিল, এখন আবার শুরু হলো— তবে এবার দম্পতির ভেতর!”
সব মিলিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হয়তো বুঝতে পারছেন— বিশ্বের নেতা হওয়া সহজ, কিন্তু বউয়ের কাছে ক্ষমতাবান হওয়া একেবারেই নয়!
টিকে/টিএ