গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় ছিলেন, তা নিয়ে দীর্ঘদিন ধেড়ে রহস্য ছিল। সম্প্রতি, ভারতীয় গণমাধ্যম 'দ্য ওয়াল'-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছেন, তিনি ৫ আগস্টের পর তিন মাস বাংলাদেশেই ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, "আমার একটা উদ্দেশ্য ছিল—ওখান থেকে কিছু করা যায় কিনা। কিছু একটা করা যায় কিনা। সংগঠিত করা যায় কিনা।" তিনি জানান, এই সময়ে তিনি শ্রমিক ও কর্মচারীদের অসন্তোষ লক্ষ্য করতেন এবং গার্মেন্টস কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে, একে একে দলের নেতারা গ্রেপ্তার হতে থাকায় এবং নিজের বিরুদ্ধে ২১২টি খুনের মামলা হওয়ায় তিনি ভারতে পালিয়ে যান।
এফপি/টিএ